পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হতে চলেছে খেলার স্টেডিয়াম

পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হতে চলেছে খেলার স্টেডিয়াম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চলেছে

পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হতে চলেছে খেলার স্টেডিয়াম। ৪১ একর জায়গা জুড়ে গড়ে উঠবে ঝা চক চককে স্টেডিয়াম। প্রথম ধাপে ১ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ.  শিল্প শহর পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হতে চলেছে খেলার স্টেডিয়াম। ৪১ একর জায়গা জুড়ে গড়ে উঠবে ঝা চক চককে স্টেডিয়াম। ফলে খুশি এলাকার ক্রিড়া প্রেমিরা। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের অর্থে বুধবার আনুষ্ঠানিক ভাবে শুরু হল স্টেডিয়াম তৈরির কাজ।

 

এদিন এই কাজের সুচনায় ছিলেন রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অষ্টমি হাঁসদা, বাবু গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ নন্দী। জেলা ক্রীড়া ও যুব কল্যান দফতর সুত্রে  জানাগিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুরের বাবুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সেলেটা মৌজায় এই স্টেডিয়াম গড়ে উঠবে। প্রথম ধাপে  প্রায়  এক কোটির বেশি টাকা ব্যয়ে স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে।

 

পঞ্চায়েত সমিতির সভাপতি অষ্টমী হাঁসদা জানান, ” স্টেডিয়ামের তৈরির প্রথম ধাপে ১ কোটি ৯৫ লাখ টাকা ধরা হয়েছে l চার একরের বেশি জায়গাতে স্টেডিয়ামটি গড়ে উঠবে। এলাকার ক্রিড়া প্রেমিদের দির্ঘদিনের দাবি ছিল। এবার তা পূরন হবে। ”

 

আর ও পড়ুন      রাসমেলা করার সিদ্ধান্ত নিলো কোচবিহার জেলা প্রশাসন

 

বাম আমল থেকে ওই ব্লক এলাকায় স্টেডিয়াম গড়ার দাবি তুলেছিলেন এলাকার ক্রিড়া প্রেমি মানুষজন। কিন্তু দীর্ঘ বাম আমলে এলাকায় স্টেডিয়াম হয়নিl আনুষ্ঠানিক সুচনার পর থেকে স্টেডিয়ামের মাঠ তৈরির কাজ শুরু হয়েছে। মেশিন দিয়ে জমি সমতলের কাজ শুরু হয়েছে। এদিন এলাকার ঘুরে দেখেন প্রশাসনের আধিকারিকরা। স্টেডিয়াম কাজের সূচনা হওয়ায় এলাকার মানুষ ভীষণ খুশি l

 

এই স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট খেলার পাশাপাশি এলাকায় বড় কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামকে ব্যবহার করা যাবেl কাজে দেরি না করে রুপায়ন কারি সংস্থাকে এই স্টেডিয়ামের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে জানিয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে।

 

এদিন ওই কাজের সূচনায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারি বাউরি l তিনি বলেন, “ একটা স্টেডিয়াম তৈরির দির্ঘদিনের দাবি ছিল এই এলাকার মানুষজনের।

 

অবশেষে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে এলাকায় গড়ে উঠছে স্টেডিয়াম। এলাকার যুবক-যুবতীদের খেলাধুলার প্রতিভা আরও ব্যাপকভাবে বিকাশ ঘটবেl

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top