৫ এপ্রিল, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন কিন্তু আর দেশে ফেরা হল না।চলে গেলেন বিখ্যাত হলদিরাম ভুজিয়ওয়ালার মালিক মহেশ আগরওয়াল।লকডাউনের জেরে তাঁর দেহ ফেরানো সম্ভব না হওয়ায় সে দেশের নিয়ম অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।কলকাতায় রয়েছে ব্যবসা, তাই কলকাতা ফিরতে চান তাঁরা কিন্তু এ পরিস্থিতি বেশ চিন্তায় ফেলেছে গোটা পরিবারকে।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন মহেশ আগরওয়াল।তিন মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর চিকিত্সা চলছিল।লিভার প্রতিস্থাপনের আশ্বাস পেয়েছিল তাঁর পরিবার। অস্ত্রোপচার সফলও হয়।আগামী শনিবার ৫৭ বছরে পড়তেন হলদিরাম মালিকের।অস্ত্রোপচারের পর সংক্রমণের কারণে তাঁকে আইসিইউ-তে রাখতে হয়।শুক্রবার মাঝরাতে সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিঙ্গাপুরে মহেশ আগরওয়াল-এর পরিবার অনলাইন ফর্ম ফিলাপ করে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন মহেশের স্ত্রী ও কন্যা। সে দেশে উপস্থিত ভারতীয়দের বলা হয়েছে, একটি বিমানের ব্যবস্থা করা হয়েছে যেটি বুধবার ভোরে দিল্লি ফিরিয়ে আনবে সেখানকার ভারতীয়দের।সবমিলিয়ে এক শোচনীয় পরিস্থিতির সম্মুখীন এখন আগরওয়াল পরিবার।