চলো গ্রামে যাই কর্মসূচি তে জোর দিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। জেলা থেকে বুথ হয়েছে । এবার বুথ থেকে গ্রামের বাড়ি বাড়ি চলো। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এখন থেকেই দলের নেতা কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়তে বললেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া । শনিবার সবং ব্লক তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কে বাস্তবে রূপ দিতে সবং দলীয় কার্যালয় এর সামনে দলীয় সভা হয়।
যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানস বাবু বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়ে যে ভাবে কাজ করে চলছেন তাতে বাংলার মেয়েরা অন্যান্য রাজের তুলনায় অনেক এগিয়ে গিয়েছেন । তাই ২০২১ এর বিধানসভা নির্বাচনে মহিলারা মমতা ব্যানার্জীর পাশে দাঁড়িয়ে বিজেপি কে উচিত শিক্ষা দিয়েছেন ।
আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে
মানসের কথায় , যেখানে প্রতিদিন অন্যান্য রাজ্যের মেয়েরা লাঞ্চিত ও ধর্ষিত হচ্ছেন সেখানে বাংলার মেয়েরা সুরক্ষিত। এটা সম্ভব হয়েছে একমাত্র মমতা ব্যানার্জীর জন্য । মানস বাবু তীব্র ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে জানান , একশ দিনের কাজের টাকা বন্ধ করে কার স্বার্থ রক্ষা করছে এর উত্তর বাংলার মানুষ কে দিতে হবে । সেই সঙ্গে তিনি চলো গ্রামে যাই কর্মসূচিকে সাফল্য করে তোলার জন্য দলের মহিলা সংগঠনের নেতৃত্বদের নির্দেশ দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতারানী ভুঁইয়া , সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স সহ আরো অনেকে।