
চাঁচল মহকুমা সাজাবেন এই তৃণমূল বিধায়ক। তৃণমূল কংগ্রেস বিধায়কের উদ্যোগে সাজবে চাঁচল মহকুমার বিস্তৃত এলাকা।বিধায়ক নির্বাচিত হওয়ার পর একাধিক জনমুখী কাজ করতে তৎপর হয়েছেন চাঁচলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।পরিকল্পনা অনুযায়ী সদরের শতাব্দী প্রাচীন ইংলিশবাজার পুরসভার ধাঁচে সেজে উঠবে মালদহের চাঁচল মহকুমার বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মোট ৪কোটি টাকার বাজেট পাশ হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর।
চাঁচল মহকুমার রাজবাড়ি সংলগ্ন স্থানে সৌন্দর্যায়নের কাজ করা হবে।কী কী থাকবে এই সৌন্দর্যায়নের তালিকায়?উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে,সেখানে একটি পার্ক তৈরী হবে।সদর এলাকার দৃষ্টি আকর্ষণের জন্য ফোয়ারা গড়ে তোলা হবে।উন্নতমানের বসার শেড থেকে শুরু করে আধুনিক রঙ্গিন আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে চাঁচল সদরকে।
আর ও পড়ুন গণেশ উৎসবের উদ্যাপনে বিধিনিষেধ জারি করেছে মহারাষ্ট্র সরকার
শুধু তাই নয়, মানুষের মনোরঞ্জনের জন্য সাউন্ড সিস্টেম সহ নানান গাছ লাগানোর কাজ হবে।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলায় জেলায় উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে।সেই তালিকায় চাঁচলেও এবার সেজে উঠবে।
সদরের রাজবাড়ী সংলগ্ন এলাকায় বিপুল সৌন্দর্যায়নের জন্য দপ্তরে ৪কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে।সেটি বাজেটেও পাশ হয়ে গিয়েছে।এখন ধাপ অনুযায়ী কাজ চলবে।এটা অনেক বড় স্কিম।খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।কাজ সম্পূর্ণ হলে সৌন্দর্যায়নের দিক থেকে এলাকার ভোল পাল্টে যাবে।
চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন,চাঁচলে উন্নতির বহু চেষ্টা করা হচ্ছে।এই মহকুমা আগামী দিনে জেলার সদরের মতো সেজে উঠবে।এখানে বড় ফোয়ারা তৈরি করা হবে।তার সঙ্গে সাউন্ড সিস্টেম পরিকাঠামো।বিভিন্ন সময় গান বাজবে।পার্ক ,বসার শেড সহ অনেক কিছু।এগুলি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কাজ হবে।
উল্লেখ্য, চাঁচল মহকুমার রাজবাড়ি সংলগ্ন স্থানে সৌন্দর্যায়নের কাজ করা হবে।কী কী থাকবে এই সৌন্দর্যায়নের তালিকায়?উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে,সেখানে একটি পার্ক তৈরী হবে।সদর এলাকার দৃষ্টি আকর্ষণের জন্য ফোয়ারা গড়ে তোলা হবে।উন্নতমানের বসার শেড থেকে শুরু করে আধুনিক রঙ্গিন আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে চাঁচল সদরকে।