কলকাতা -শনিবার সকালে ফের আগুনে আতঙ্ক চাঁদনী চক এলাকায়। প্রিন্সেপ স্ট্রিটে অবস্থিত সি ই এস (CESC) অফিসের ট্রান্সফরমারে আচমকা আগুন লাগে। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, মুহূর্তের মধ্যেই অফিস চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর দমকল বাহিনীর আধিকারিক ও কর্মীরা। আপাতত আগুনের উৎসস্থল হিসেবে প্রাথমিকভাবে ট্রান্সফরমারকেই সন্দেহ করা হচ্ছে। দমকল সূত্রে জানা গেছে, অফিসে কর্মীরা তখনও কাজে যোগ দেননি, তাই বড়সড় বিপদের আশঙ্কা ছিল না।
এদিকে, আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে, সম্পূর্ণ পরিস্থিতি সামাল দিতে আরও কিছুটা সময় লাগবে।




















