বারাসত চাঁপাডালি মোড় সংলগ্ন টাকি রোডে ছোটমার মন্দিরে দুঃসাহসিক চুরি,বৃহস্পতিবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়।এর আগেও চুরি ঘটনা ঘটেছিলো এই মন্দিরে।বারাসত টাকি রোডে অবস্থিত বটেশ্বরী জটেশ্বরী জাগ্রত কালি মন্দির, যা ছোট মার মন্দির নামে পরিচিত। আজ সকালে ওই মন্দিরের পুরোহিত গৌতম শুক্লা এসে দেখে মন্দিরের গেটের তালা ভাঙা,মা এর সোনার জিব নেই,একই সাথে আর যা সোনার অলঙ্কার ছিলো মা এর, সব নিয়ে যায়।
এর আগেও একই ঘটনা ঘটেছে একাধিকবার,কিন্তু সেইভাবে সুবিধা করতে পারেনি বলে দাবি পুরোহিত এর।কিন্তু এবার প্রায় সর্বস্ব নিয়ে যায়,সোনার অলঙ্কারের পাশাপাশি পুজোয় ব্যবহৃত যত কাঁসার বাসন ছিলো সেগুলিও নিয়ে যায়।বারাসত থানায় মন্দির কমিটির তরফ থেকে অভিযোগ জানানো হবে বলে জানা যায়,তবে বারাসত চাঁপাডালি চত্ত্বরে সারারাতই লোকজন থাকে,পুলিশ থাকে,আশপাশের মার্কেটে নাইট গার্ড থাকে,তারপরেও এই ধরনে চুরি ঘটনা কিভাবে ঘটলো? পুলিশি উদাসীনতার প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
আরও পড়ুন – পান চাষিদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ
উল্লেখ্য, বারাসত চাঁপাডালি মোড় সংলগ্ন টাকি রোডে ছোটমার মন্দিরে দুঃসাহসিক চুরি,বৃহস্পতিবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। এর আগেও চুরি ঘটনা ঘটেছিলো এই মন্দিরে। বারাসত টাকি রোডে অবস্থিত বটেশ্বরী জটেশ্বরী জাগ্রত কালি মন্দির, যা ছোট মার মন্দির নামে পরিচিত। আজ সকালে ওই মন্দিরের পুরোহিত গৌতম শুক্লা এসে দেখে মন্দিরের গেটের তালা ভাঙা,মা এর সোনার জিব নেই,একই সাথে আর যা সোনার অলঙ্কার ছিলো মা এর, সব নিয়ে যায়।
আরও পড়ুন – পান চাষিদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ
আগেও একই ঘটনা ঘটেছে একাধিকবার,কিন্তু সেইভাবে সুবিধা করতে পারেনি বলে দাবি পুরোহিত এর।কিন্তু এবার প্রায় সর্বস্ব নিয়ে যায়,সোনার অলঙ্কারের পাশাপাশি পুজোয় ব্যবহৃত যত কাঁসার বাসন ছিলো সেগুলিও নিয়ে যায়। বারাসত থানায় মন্দির কমিটির তরফ থেকে অভিযোগ জানানো হবে বলে জানা যায়,তবে বারাসত চাঁপাডালি চত্ত্বরে সারারাতই লোকজন থাকে,পুলিশ থাকে,আশপাশের মার্কেটে নাইট গার্ড থাকে,তারপরেও এই ধরনে চুরি ঘটনা কিভাবে ঘটলো? পুলিশি উদাসীনতার প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।