চাকদায় রাজ্য সড়কে জল জমে ক্ষোভ, সিপিআইএমের পর প্রতিবাদ মিছিলে বিজেপি বিধায়ক

চাকদায় রাজ্য সড়কে জল জমে ক্ষোভ, সিপিআইএমের পর প্রতিবাদ মিছিলে বিজেপি বিধায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – টানা বৃষ্টিতে রাজ্য সড়কে জল জমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন চাকদা এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। চাকদা-বনগাঁ রাজ্য সড়কের নোংরা নর্দমার জল ও আবর্জনা রাস্তাজুড়ে ভেসে বেড়াচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসীকে নিয়ে লাগাতার প্রতিবাদে নামছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

গত বৃহস্পতিবার চাকদা শহর কার্যত জলের তলায় চলে যায়। সেইদিন বাম সংগঠনগুলি – সিআইটিইউ, সারা ভারত ক্ষেত মজুর, সারা ভারত কৃষক সেবা, ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশন যৌথভাবে চাকদা-বনগাঁ রাজ্য সড়কে নৌকা নামিয়ে বিক্ষোভ দেখায়। রাস্তায় জাল ফেলে প্রতীকী প্রতিবাদও করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে ওই রাজ্য সড়ক অবরোধ করে রাখে বাম সংগঠনগুলি।

আজ একই ইস্যুতে চাকদা কেন্দ্রের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ প্রতিবাদ মিছিল করেন। মিছিলে সাধারণ মানুষদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন তিনি এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আগামী ৬ মাসের মধ্যে চাকদা-বনগাঁ রাজ্য সড়কের সমস্যার স্থায়ী সমাধান করবেন বলে আশ্বাস দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top