চাকরির দাবিতে, কল্লানেশ্বরী পি এইচ ই দপ্তরে লাগাতার ধর্ণা কর্মসূচি তে কোনো আশ্বাস না মেলায় আমরণঅনশনে বসলেন স্থানীয় বেকার যুবকরা

চাকরির দাবিতে, কল্লানেশ্বরী পি এইচ ই দপ্তরে লাগাতার ধর্ণা কর্মসূচি তে কোনো আশ্বাস না মেলায় আমরণঅনশনে বসলেন স্থানীয় বেকার যুবকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আসানসোল:- আসানসোলের কল্লানেশ্বরী পি এইচ ই দপ্তররের ঠিকাদার সংস্থা বি ۔টি ۔প্রজেক্ট ও বেঙ্গল কন্সট্রাকশনের অবিলম্বে বেকার যুবকদের কাজের দাবিতে কল্লানেশ্বরী পি এইচ ই দপ্তরে লাগাতার ধর্ণা কর্মসূচি তে কোনো আশ্বাস না মেলায় আজ থেকে আমরণঅনশনে বসলেন এলাকার স্থানীয় বেকার যুবকরা এই অনশনে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী নিজে এই আমরণ অনশনে বসেন !উপস্থিত হন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই আমরণ অনশন কর্মসূচি !

এদিন রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন আমরা আদর্শ নীতি মেনে কারণ আমরা তৃণমূল করি আমরা গায়ের জোর দেখিয়ে নয় আমরা নীতি আদর্শ মেনে প্রথমে তিনদিন ধর্ণাকর্মসূচি এর পর কোনো আশ্বাস না মেলায় আমরা আমরণ অনশন করবো আমাদের দাবি প্রথমে স্থানীয় এলাকার বেকার যুবক দের কাজে নিয়োগ করতে হবে নচেৎ আমরা এই আমরণ অনশন চালিয়ে যাবো তাতে যদি মৃত্যু হয় তার পরেও এই আমরণ অনশন চলবে বেকার যুবকরা চালিয়ে যাবে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top