চাকরির নামে ‘প্রতারণা,তেহট্টের বিধায়ক তাপস সাহা কে তলব

চাকরির নামে ‘প্রতারণা,তেহট্টের বিধায়ক তাপস সাহা কে তলব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চাকরির নামে ‘প্রতারণা,তেহট্টের বিধায়ক তাপস সাহা কে তলব। আরও অনেকে ডাক পাবে। যে চাকরি গুলো হল, সেগুলো লেটারহেডে রেকমেন্ড করা। যিনি রেকমেন্ড করলেন, কিসের ভিত্তিতে করলেন? এরা কি পরীক্ষা দিয়েছে? কিরকম ফল করেছে? সেগুলো কি আদৌ খতিয়ে দেখা হয়েছে? গরমিল প্রচুর। যাদের হাত ধরে এই গরমিল, তারাই একে একে ডাক পাচ্ছেন।

 

*কয়লাকাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব ইডি-র।
শুক্রবার দিল্লির ইডি দফতরে হাজিরার নির্দেশ ঘটককে তলব। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন…….

কয়লা পাচার নিয়ে অনেক দিন ধরে কেস চলছে। সন্দেহভাজন পাচারকারী, তাদের নামের লিস্ট তৈরি হয়েছে। লক্ষ লক্ষ লোক এই কারবারে যুক্ত। রাষ্ট্রীয় সম্পত্তি লুঠ হয়েছে। সার্বিক তদন্ত হওয়া দরকার।

 

কেন্দ্রীয় বঞ্চনার সুর অভিষেকের গলায়

একটাই গান আছে। বারবার গাইতে হয়। অন্য গান ওরা শেখেনি। শুধু বলে দিচ্ছে না, দিচ্ছে না। যা দিয়েছে, তার হিসেব কোথায়? রিটায়ার করা শিক্ষকরা পেনশন পায়না। অবসরের এক মাস আগে ফাইল রেডি হয়ে যায়। তাও পায়না কেন? নতুন একাধিক পৌর প্রশাসক বোর্ড। টাকা নেই। রাস্তা খারাপ, সারাইয়ের টাকা নেই। যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখছেন, তারা এই রাজ্যে বসেই শ্রীলঙ্কার বর্তমান রূপ দেখতে পাবেন। যারা ভাবছেন মোদীকে সরাবেন, তারা দেখবেন, পাবলিক একদিন ঝাঁটা হাতে তাদের বিদায় করে দেবেন।

আরও পড়ুন – দেড় লাখ টাকা ধার নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলার অভিযোগ

উল্লেখ্য, আরও অনেকে ডাক পাবে। যে চাকরি গুলো হল, সেগুলো লেটারহেডে রেকমেন্ড করা। যিনি রেকমেন্ড করলেন, কিসের ভিত্তিতে করলেন? এরা কি পরীক্ষা দিয়েছে? কিরকম ফল করেছে? সেগুলো কি আদৌ খতিয়ে দেখা হয়েছে? গরমিল প্রচুর। যাদের হাত ধরে এই গরমিল, তারাই একে একে ডাক পাচ্ছেন। *কয়লাকাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব ইডি-র।

 

শুক্রবার দিল্লির ইডি দফতরে হাজিরার নির্দেশ ঘটককে তলব। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন……. কয়লা পাচার নিয়ে অনেক দিন ধরে কেস চলছে। সন্দেহভাজন পাচারকারী, তাদের নামের লিস্ট তৈরি হয়েছে। লক্ষ লক্ষ লোক এই কারবারে যুক্ত। রাষ্ট্রীয় সম্পত্তি লুঠ হয়েছে। সার্বিক তদন্ত হওয়া দরকার। কেন্দ্রীয় বঞ্চনার সুর অভিষেকের গলায় একটাই গান আছে। বারবার গাইতে হয়। অন্য গান ওরা শেখেনি। শুধু বলে দিচ্ছে না, দিচ্ছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top