রাজ্য – রাজ্যের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা ঘোষণা করেছিলেন, তা আপাতত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তরবর্তী স্থগিতাদেশের মুখে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, চাকরিচ্যুত প্রাথমিক শিক্ষাকর্মীদের মধ্যে যাঁরা গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে আছেন, তাঁদের যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। কিন্তু এই ঘোষণার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ।
আদালতে আবেদনকারীদের বক্তব্য, বেআইনি নিয়োগ ও দুর্নীতি থেকে নজর ঘোরাতেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁদের দাবি ছিল, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অনৈতিক।
অন্যদিকে, রাজ্য সরকার এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে।
আদালত নির্দেশ দেয়,
আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে।
তার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আবেদনকারীরা পাল্টা বক্তব্য পেশ করতে পারবেন।
আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান,
“আদালতের এই অন্তরবর্তী স্থগিতাদেশে স্পষ্ট যে, রাজ্য এখনই এই ভাতা কার্যকর করতে পারবে না। এটা ন্যায়ের পথে একটি বড় পদক্ষেপ।”
এই রায়ের ফলে আপাতত ভাতা পাওয়ার আশা থেকে পিছিয়ে যেতে হল চাকরিহারাদের। আগামী দিনে মামলার রায় কোনদিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।
