উত্তর ২৪পরগণা:- চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ তিনজনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতদের নাম শশাঙ্ক শেখর নস্কর অমল মন্ডল রঞ্জিত সিকদার। শশাঙ্ক শেখর মোহন নস্কর এবং অমল মন্ডলের বাড়ি বারুইপুরে এবং রঞ্জিত শিকদারের বাড়ি গুমা।

সূত্রের খবর ধৃতরা নিজেদের পরিচয় রেলের গ্রুপ সি স্টাফ দিত বলে জানা যাচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গার লোক এদের থেকে লক্ষাধিক টাকা চাকরি দেওয়ার নাম করে নেয় বলে অভিযোগ। তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ আজ তাদের বারাসত আদালতে নিয়ে যাওয়া হয়েছে।