চাকরি হারিয়ে সংসার চালাতে চপ বিক্রি, মালদার শিক্ষক দম্পতির জীবনের করুণ বাস্তব ছবি

চাকরি হারিয়ে সংসার চালাতে চপ বিক্রি, মালদার শিক্ষক দম্পতির জীবনের করুণ বাস্তব ছবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – মালদা জেলার রতুয়ার সম্বলপুর অঞ্চল হাইস্কুলের দুই শিক্ষা কর্মী — স্বামী বিজয় সিংহ ও স্ত্রী তনুশ্রী সাহা সিংহ। ২০১৮ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন দু’জনেই। কিন্তু ২৬ হাজার শিক্ষাকর্মীর চাকরি বাতিলের তালিকায় তাঁদের নামও চলে আসে। চাকরি হারিয়ে একসঙ্গে রোজগারের পথ বন্ধ হয়ে গেছে এই শিক্ষক দম্পতির। এখন সংসার চালানোর জন্য রাস্তার ধারে ছোট্ট চপের দোকানই তাঁদের একমাত্র ভরসা।

মালদা শহরের রথবাড়ি এলাকার ব্যস্ত মোড়ে একটি গুমটি ঘর ভাড়া করে তনুশ্রী এখন চপ, ঘুগনি, মুড়ি, চিপস, সিগারেট বিক্রি করেন। স্বামী বিজয় সিংহ জীবিকার তাগিদে এখন গাড়ি চালক। ছেলে বিশাল, মালদার লোলিত মোহন হাই স্কুলের ছাত্র, মায়ের দোকানে হাত লাগায় ছুটির দিনে। সংসারে অভাব চরমে, জমানো টাকা শেষ, ঋণের বোঝা কাঁধে।

তনুশ্রীর কথায়, “চাকরি চলে যাওয়ার পর খুব কষ্টে দিন কাটছে। আন্দোলন করেও লাভ হয়নি, বরং খরচ বেড়েছে। এখন অন্তত চপ বিক্রি করে সংসার চালাতে পারছি।” স্থানীয় বাসিন্দারাও বলছেন, “কি করবে ওরা? খেতে তো হবে। তাই এখন চপ-ঘুগনির দোকানই আশ্রয়।”

অন্যদিকে, শিক্ষক দম্পতির এই বাস্তব চিত্র ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে দোষারোপ-পাল্টা দোষারোপের পর্ব। তনুশ্রী ও বিজয়ের মতো আরও বহু চাকরিচ্যুত শিক্ষক এখন একই দুঃসহ বাস্তবের মুখোমুখি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top