নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ নভেম্বর, চাকরী দেওয়ার নাম করে এক লক্ষ কুড়ি হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল গাজোলের প্রাক্তন বিধায়ক তথা তৃনমূল নেতা সুশীল রায়ের বিরুদ্ধে। এই বিষয়ে গাজোল থানায় প্রাক্তন বিধায়কের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন রানীগঞ্জের বাসিন্দা শ্যামল সরকার নামে এক ব্যক্তি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সুশীল রায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলা হয়েছে বছর চারেক আগে বিধায়ক থাকাকালিন আশা কর্মীর চাকরী দেওয়ার নাম করে শ্যামল সরকার নামে অভিযোগকারী ব্যক্তির কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নেন সুশীল বাবু। কিন্তু নিয়োগপত্র পাননি অভিযোগকারির স্ত্রী। এরপর টাকা ফেরত চাইতে গেলে বারবার অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে প্রাক্তন বিধায়কের পাল্টা দাবি এমন কোনো টাকা নেননি তিনি। এই ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তুলে সুশীল বাবুর পাল্টা প্রশ্ন চার বছর পরে কেন অভিযোগ তোলা হল। পুলিশ জানিয়েছেন, পুরো ঘটনা খতিয়ে দেখে তবেই সিন্ধান্তে আসবেন তাঁরা।