মালদা -সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিলের ব্যাপক প্রভাব পড়ল মালদার গাজোলে। গাজোল ব্লকের বহু স্কুলে একাধিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিলের জেরে চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, গাজোল শিক্ষা নিকেতন হাইস্কুলে চাকুরি বাতিল হয়েছে ১৫ জন শিক্ষক-শিক্ষিকার। সেই সঙ্গে দুজন শিক্ষাকর্মীও চাকুরিহারা হয়েছেন বলে খবর। হাতিমারি হাইস্কুলে চাকুরি গেছে ১৩জন শিক্ষক-শিক্ষিকার এবং একজন শিক্ষাকর্মীর। এছাড়াও গাজোল ব্লকের বাদনাগাড়া হাইস্কুলে পাঁচজন শিক্ষক-শিক্ষিকা সহ দুজন শিক্ষাকর্মীর চাকুরি বাতিলের খবর মিলেছে।
গাজোলের গাড়াধুল হাইস্কুলে ৬ জন শিক্ষক-শিক্ষিকা চাকুরিহারা হয়েছেন বলে খবর। এছাড়াও খোঁজখবর নিয়ে জানা গেছে, গাজোল হাইস্কুলে চারজন শিক্ষক, একজন শিক্ষাকর্মী, শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরে তিনজন শিক্ষক, ময়না হাইস্কুলে ৬জন, শিক্ষক, রানীগঞ্জ কৃষ্ণ চন্দ্র হাইস্কুলে ৫জন শিক্ষক, আলাল হাইস্কুলে তিনজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মীর চাকুরি গেছে। এছাড়াও বাবুপুর হাইস্কুলে দুজন শিক্ষক, একজন শিক্ষাকর্মী, তরিকুল্লা সরকার হাইস্কুলে দুজন শিক্ষক, বৈরডাঙ্গি হাইস্কুলে ৬জন এবং চাকনগর হাইস্কুলে। ৫জন শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী চাকুরিহারা হয়েছেন বলে খবর। যার জেরে ওই সমস্ত স্কুলে এখন চরম শিক্ষক সংকট তৈরি হয়েছে। ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে চরম বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ।
