চাকুলিয়াতে ফরওয়ার্ড ব্লকের ‘এন্ড গেম’

চাকুলিয়াতে ফরওয়ার্ড ব্লকের ‘এন্ড গেম’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চাকুলিয়াতে ফরওয়ার্ড ব্লকের ‘এন্ড গেম’। চাকুলিয়াতে ফরওয়ার্ড ব্লকের অবসান। গত রবিবার চাকুলিয়ার সিপিআই (এম) লোকাল কমিটির দলীয় কার্যালয়ে পাঁচ জন ফরওয়ার্ড ব্লক নেতা যোগদান করলেন। সি পি আই এম দলীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ জন ব্যতীত আরো ৪০০ জন সমর্থক বিভিন্ন দল ছেড়ে সি পি আই (এম) এ যোগদান করেছে।এর পূর্বেই তৃণমূল কংগ্রেস দাবি করেছেন ফরওয়ার্ড ব্লকের একাংশই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

 

ফরওয়ার্ড ব্লক নেতা ও কর্মী সমর্থকদের এভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে চলে যাওয়ার ঘটনাটি ‘তরমুজের ভাগ বাটোয়ারা’ প্রবাদ বাক্যটির কথা মনে করিয়ে দেয়। একসময় যে ফরওয়ার্ড ব্লক থেকে চাকুলিয়া বিধানসভায় পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিল আজ সেই ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব মুছে যাচ্ছে। আসলে সমস্ত কিছুটাই শুরু হয়েছে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন হেভি ওয়েট নেতা আলী ইমরান রামজ্ ওরফে ভিক্টর এর দল থেকে বহিষ্কার নিয়ে।

 

ভিক্টরকে দল থেকে বহিষ্কার করার পরে তার কাকা হাফিজ আলম সায়রাণী ফরওয়ার্ড ব্লক দল ত্যাগ করে। এর ফলে দলের সমর্থক এবং কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে যায়, অপরদিকে ভিক্টরের অন্য কোন দলে যোগদানের বিষয়টি অগোছালো হওয়ার কারণে ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকরা একের পর এক অন্যান্য দলে যোগ দিতে শুরু করেছে। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সিপিআই (এম) এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক এবং যোগদান করেছেন ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতা আব্দুল মান্নান।

 

আব্দুল মান্নান সি পি আই এম এ যোগদানের বিষয়ে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি কেউ লড়াই করতে পারে তাহলে সেটা হল বামপন্থী চিন্তা ধারা। এ বিষয়ে ফরওয়ার্ড ব্লকের চাকুলিয়া লোকাল কমিটির সেক্রেটারি মুক্তার আলম জানিয়েছেন,আব্দুল মান্নান আগে থেকেই সিপিআই (এম) এ ছিল, সে শুধু ফরওয়ার্ড ব্লককে সমর্থন করেছিল এবং যেকোনো আন্দোলনে ফরওয়ার্ড ব্লকের সাথে ছিল। সে কখনো ফরওয়ার্ড ব্লকের নেতা ছিল না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top