চাঙ্গুয়াল অঞ্চল অফিসে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, উন্নয়ন কাজ নিয়ে উত্তেজনা খড়গপুরে

চাঙ্গুয়াল অঞ্চল অফিসে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, উন্নয়ন কাজ নিয়ে উত্তেজনা খড়গপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – খড়গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল অঞ্চল অফিসে শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়ায়। উন্নয়নের কাজ বণ্টন নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে একসময় হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন বিকেলে অঞ্চল অফিসে জেনারেল বডি মিটিং ডাকা হয়েছিল। মিটিং শুরু হতেই পঞ্চায়েত সদস্য সুজাতা দে অভিযোগ করেন যে, তাঁর এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এই বিষয় নিয়ে অঞ্চল প্রধান দিপালী সিংয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, কথার জেরে দিপালী সিং সুজাতা দে-কে মারধর করেন এবং কালি ছিটিয়ে দেন।

এর প্রতিবাদে ক্ষুব্ধ সুজাতা দে ও তাঁর সমর্থক মহিলা তৃণমূল কর্মীরা অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। পাল্টা অভিযোগে দিপালী সিং জানান, সুজাতা দে-র নেতৃত্বে একদল মহিলা কর্মী অফিসে ঢুকে তাঁকে আক্রমণ করে ও জামা ছিঁড়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় থানার পুলিশ ও খড়গপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পুলিশি হস্তক্ষেপে অবশেষে শান্ত হয় উত্তেজনা।

তবে ঘটনার বিষয়ে জয়েন্ট বিডিও মন্তব্য করতে চাননি। দিনভর এলাকায় এই গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top