চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডাবল লাইন করার সিদ্ধান্ত, খুশির হাওয়া কয়েক লক্ষ মানুষের মধ্যে

চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডাবল লাইন করার সিদ্ধান্ত, খুশির হাওয়া কয়েক লক্ষ মানুষের মধ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগনা – বহু বছরের দাবি অবশেষে পূরণ হতে চলেছে উত্তর ২৪ পরগনার অসংখ্য যাত্রীর। শিয়ালদা-হাসনাবাদ শাখার চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত সিঙ্গেল রেললাইনকে এবার ডাবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা গেছে প্রবল উৎসাহ ও আনন্দ।

রেল দপ্তরের তরফে ইতিমধ্যেই আধিকারিকদের এক প্রতিনিধি দল চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন ও একাধিক স্টেশন পরিদর্শন করেছেন। এলাকাবাসীর মতে, বহু বছর ধরেই এই লাইনে ডাবল লাইন করার দাবি উঠছিল। প্রতিদিন প্রচুর যাত্রী এই পথে যাতায়াত করেন, কিন্তু সিঙ্গেল লাইন থাকার কারণে ট্রেনের সংখ্যা ও গতি দুই-ই সীমিত ছিল।

এখন ডাবল লাইন হলে ট্রেন চলাচল আরও সহজ হবে, ট্রেনের সংখ্যা বাড়বে, এবং যাত্রীদের সময়ও অনেকটা সাশ্রয় হবে। স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ শুধু রেল পরিষেবার মানই বাড়াবে না, বরং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা নেবে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top