দক্ষিন 24 পরগণা – নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টির একটি চায়ের দোকানে এক নার্সকে চায়ে মাদক মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত সোমনাথ পণ্ডাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবারই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সোমনাথ পণ্ডার ওই এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। রবিবার রাত ১০টা নাগাদ নির্যাতিতা নার্স সেখানে চা খেতে যান। পাশাপাশি, তার স্বামীকে টাকা পাঠানোর জন্য সোমনাথের সাহায্যও প্রয়োজন ছিল বলে জানান তিনি। নির্যাতিতার স্বামী ভিনরাজ্যে কর্মরত।
অভিযোগ, চায়ের মধ্যে মাদকজাতীয় কিছু মিশিয়ে নার্সকে খাইয়ে বেহুঁশ করে দেয় অভিযুক্ত। অচৈতন্য অবস্থায় বেশ কিছুক্ষণ দোকানেই পড়ে থাকেন ওই নার্স। পরে জ্ঞান ফিরলে দেখতে পান, তিনি অর্ধনগ্ন অবস্থায় রয়েছেন। কোনওরকমে পোশাক পরে রাত আড়াইটে নাগাদ সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে যান এবং পরিবারের কাছে পুরো ঘটনা জানান।
পরিবারের তরফে অভিযোগ দায়ের হতেই নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে দুজনের মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত আলামত খতিয়ে দেখছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও তার গোপন জবানবন্দির আবেদন জানানো হবে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।
