ফের চারদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। চারদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে উদ্ভোধনও। পাহাড় সফরে আঞ্চলিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠক করতে পারেন হামরো পার্টির সঙ্গেও। চলতি মাসের শেষে অর্থাৎ আগামী ২৮ মার্চ বিকেলে তিনি পৌঁছবেন শিলিগুড়ি। ওই দিনই রাজ্য বিধানসভার অধিবেশন শেষ করে আসবেন তিনি। ৩১ মার্চ পর্যন্ত টানা তাঁর এই সফর।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৮ মার্চ শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, এদিকে সোমবারই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পদস্থ কর্তারা। ২৮সে মার্চ এই মাঠেই সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন তিনি বলে জানা যাচ্ছে। একই সঙ্গে উপভোক্তাদের হাতে সরকারী প্রকল্পের সুবিধা প্রধান করতে পারেন তিনি।
রাতে উত্তরকন্যার কন্যাশ্রীতে থাকবার কথা রয়েছে তাঁর। পর দিন অর্থাৎ ২৯ মার্চ সড়ক পথে পৌঁছবেন দার্জিলিং। রিচমণ্ড হিলে উঠবেন মুখ্যমন্ত্রী। ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, সেই মঞ্চ থেকেও একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের কথা রয়েছে তাঁর। এর পাশাপাশি সরকারী প্রকল্পের সুবিধা তুলে দেওয়ারও কথা রয়েছে পাহাড়ের উপভোক্তাদের হাতে।
আর ও পড়ুন ইটভাটার ধোঁয়া থেকে মার খাচ্ছে মালদহে আমের ফলন
উল্লেখ্য, ফের চারদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। চারদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে উদ্ভোধনও। পাহাড় সফরে আঞ্চলিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠক করতে পারেন হামরো পার্টির সঙ্গেও। চলতি মাসের শেষে অর্থাৎ আগামী ২৮ মার্চ বিকেলে তিনি পৌঁছবেন শিলিগুড়ি। ওই দিনই রাজ্য বিধানসভার অধিবেশন শেষ করে আসবেন তিনি। ৩১ মার্চ পর্যন্ত টানা তাঁর এই সফর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৮ মার্চ শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, এদিকে সোমবারই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পদস্থ কর্তারা। ২৮সে মার্চ এই মাঠেই সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।