চারদিন ব্যাপী ভলিবল প্রতিযোগিতা সফল করতে কোচবিহারে আলোচনা সভা। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য স্তরের ভলিবল প্রতিযোগিতা হতে যাচ্ছে দিনহাটা। চারদিনব্যাপী প্রতিযোগিতা শুরু হবে ২৮ ডিসেম্বর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং দিনহাটা পুরসভার সহযোগিতায় দিনহাটায় চার দিনব্যাপী রাজ্য স্তরের এই প্রতিযোগিতা কে সুন্দর ও সফল করে তুলতে সভা অনুষ্ঠিত হলো।
রবিবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই সভা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ক্রীড়াপ্রেমী বিশু ধর, অনন্ত মোহন পন্ডিত, পুরসভার কাউন্সিলরদের পার্থনাত সককার, চঞ্চল সাহা, সমীর সরকার, জাকারিয়া হোসেন, তাপস বর্মণ, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভু রঞ্জন সাহা,চিকিৎসক বিভাস রায় প্রমুখ মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজ্য স্তরের এই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর থেকে।
দিনহাটার সংহতি ময়দানে এই প্রতিযোগিতা হবে । রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াররা এই প্রতিযোগিতায় অংশ নেবে। দিবারাত্র এই খেলা কে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়ারদের থাকা খাওয়ার বিভিন্ন বিষয়টি যাতে সুষ্ঠু হবে সম্পন্ন হয় সেদিকে নজর রেখে আয়োজক কমিটি এদিনের সভার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করে।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
আয়োজক কমিটির সদস্যদের বিশু ধর জানান, দিনহাটারমত সীমান্ত মহকুমায় রাজ্য স্তরের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এলাকায় এই খেলাকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সেইদিকটা আমরা যথাসাধ্য চেষ্টা করছি। পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী জানান, দিনহাটায় অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্যস্তরের এই খেলার সাথে এলাকার সম্মান জড়িয়ে রয়েছে।
দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ্ত ঘোষ জানান, এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে এ দিন মহকুমার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা হয়। সেখানে বিভিন্ন কমিটি গঠিত হয়। অর্গানাইজিং যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটির সভাপতি করা হয়েছে পুরসভার চেয়ারম্যান কে। এছাড়াও যুগ্ম সম্পাদক করা হয়েছে সুদীপ্ত ঘোষ ও রাজকুমার সোমানীকে। দিনহাটার সুনামকে ধরে রাখতে রাজ্য স্তরের এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে এদিনের সভায় সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।