নিউজ ডেস্ক, ১ নভেম্বর,২০২০: সবে মাত্র কথা বলতে শিখেছে। এমন অবস্থায় ওই চার বছরের শিশুটি গাইলেন দেশাত্ববোধক গান। আর সেই গানের ভিডিওই শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাস, তারপরেই ভাইরাল সেই ভিডিও। এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৩.৬৭ লক্ষ মানুষ দেখেছেন। সকলে এই ভিডিওটি খুব পছন্দ করছেন৷ এবং এই ভিডিও দেখে তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন৷
https://twitter.com/narendramodi/status/1322594037308616704?s=19
৪ বছর বয়সী মিজোরামের এই মেয়ের নাম এসথার হনমতে৷ তার গলায় শোনা গিয়েছে বন্দে মাতরম গান৷ প্রথমে এই ভিডিওটি শেয়ার করেন মিজোরামের মুখ্যমন্ত্রী৷ তারপর প্রধানমন্ত্রী এই ভিডিওর ভূয়সী প্রশংসা করে তা নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন৷ তিনি লেখেন যে, এই মেয়ের গান খুবই অভূতপূর্ব এবং প্রশংসনীয়৷ এই মেয়ের গানে তিনি গর্বিত। এরপরেই হু হু করে ভাইরাল হয়ে যায় এই ছোট্ট মিজোরামের একটি শিশুর প্রতিভা।