ফের একবার ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেলো বুনো হাতি। চলন্ত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে বুনো হাতির প্রাণ রক্ষা করলেন চালক। নাগরাকাটা ও চালসা রেলস্টেশনের মাঝে চাপড়ামারি জঙ্গলের বুক চিরে গিয়েছে রেললাইন।
আর এই এলাকাতেই রবিবার বিকেলে বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট এ,কে মিশ্র ও সহকারি লোকো পাইলট অভিষেক সাউ দেখতে পান, একটি বুনো হাতি ৭১/০ নম্বর রেল পিলারের কাছে রেল লাইন পেরিয়ে এক পাশের জঙ্গল থেকে অন্য পাশের জঙ্গলের দিকে যাচ্ছে। হাতিপারা পার করছে দেখামাত্রই ট্রেনের চালক গতি কমিয়ে ট্রেন থামিয়ে দেন।
হাতিটি জঙ্গলে ঢুকে যাওয়ার পর ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার বিকেলেও সেবক ও গুলমা রেল স্টেশন এর মাঝে আলিপুরদুয়ার জংশন গামী ইন্টারসিটি এক্সপ্রেস এর সামনে উঠে পড়েছিল একটি বুনো হাতি। সেই ক্ষেত্রেও চালকের তৎপরতায় রক্ষা পেয়েছিল হাতিটি। এদিনের ঘটনাতেও দুই চালকের তৎপরতায় আর একটি হাতির প্রাণ বাঁচালো একথা বলা যেতেই পারে।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
উল্লেখ্য, ফের একবার ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেলো বুনো হাতি। চলন্ত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে বুনো হাতির প্রাণ রক্ষা করলেন চালক। নাগরাকাটা ও চালসা রেলস্টেশনের মাঝে চাপড়ামারি জঙ্গলের বুক চিরে গিয়েছে রেললাইন। আর এই এলাকাতেই রবিবার বিকেলে বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট এ,কে মিশ্র ও সহকারি লোকো পাইলট অভিষেক সাউ দেখতে পান, একটি বুনো হাতি ৭১/০ নম্বর রেল পিলারের কাছে রেল লাইন পেরিয়ে এক পাশের জঙ্গল থেকে অন্য পাশের জঙ্গলের দিকে যাচ্ছে।
হাতিপারা পার করছে দেখামাত্রই ট্রেনের চালক গতি কমিয়ে ট্রেন থামিয়ে দেন। হাতিটি জঙ্গলে ঢুকে যাওয়ার পর ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার বিকেলেও সেবক ও গুলমা রেল স্টেশন এর মাঝে আলিপুরদুয়ার জংশন গামী ইন্টারসিটি এক্সপ্রেস এর সামনে উঠে পড়েছিল একটি বুনো হাতি। সেই ক্ষেত্রেও চালকের তৎপরতায় রক্ষা পেয়েছিল হাতিটি। এদিনের ঘটনাতেও দুই চালকের তৎপরতায় আর একটি হাতির প্রাণ বাঁচালো একথা বলা যেতেই পারে।