নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৫শে জুলাই :চালকের বেতন নেই , পদব্রজে আদালতে বিচারকরা
গত কয়েকমাস ধরে বেতন নেই বিচারকদের গাড়ী চালকের । গতকাল থেকেই গাড়ী চালান বন্ধ করেছে তারা । ফলে আজ সিটি সেন্টারের বিচারক আবাসন থেকে প্রায় ১ কিমি হেঁটে দুর্গাপুর আদালতে আসেন ১১ জন বিচারক ।
চালকরা জানাচ্ছেন যে গত কয়েকমাস ধরেই নিয়মিত বেতন পাচ্ছে না তারা । সংসার চালান দুরুহ হয়ে উঠেছে দুর্মুল্যের বাজারে । অথচ মালিক ঠিক সময়েই টাকা পাচ্ছে বলে দাবি চালকদের ।
দুর্গাপুর আদালতে মোট ১১জন বিচারক আছেন । তাঁদের জন্য মোট তিনটি গাড়ী বরাদ্দ রয়েছে । রয়েছেন তিনজন চালক ।বিষয়টি যে অত্যন্ত দৃষ্টিকটু , তা বলছেন আদালতের আইনজীবিরাও ।
চালকের বেতন নেই , পদব্রজে আদালতে বিচারকরা
চালকের বেতন নেই , পদব্রজে আদালতে বিচারকরা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram