জলপাইগুড়ি – ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে চলা রেললাইনে ফের হাতির দেখা মিলল, তবে চালক দ্বয়ের দ্রুত তৎপরতায় এ যাত্রায় বড় দুর্ঘটনা এড়ানো গেল। গতকাল সন্ধ্যা ৬টা ১৭ মিনিট নাগাদ বাগরাকোট-সেবক রেললাইনের মাঝে ৭২/৩ পিলারের কাছে একটি হাতি রেললাইনের উপর দাঁড়িয়ে ছিল। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক উত্তম বড়ুয়া ও সহকারী চালক শুভজিৎ কার্জি হাতিটিকে দেখতে পেয়েই জরুরি ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন।
ট্রেনটি কিছুক্ষণ সেখানে থেমে থাকে। হাতিটি রেললাইন থেকে নেমে জঙ্গলের পথে ফিরে গেলে ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়। চালকদের এই তৎপরতায় একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় খুশি পরিবেশপ্রেমীরা।
উল্লেখ্য, সম্প্রতি ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এদিনের ঘটনায় চালক দ্বয়ের সময়োচিত পদক্ষেপ পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
