Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The gold jewelry left in the car, the Toto driver returned the money

গাড়িতে ফেলে যাওয়া সোনার গহনা, অর্থ ফিরিয়ে দিল টোটো চালক

গাড়িতে ফেলে যাওয়া সোনার গহনা, অর্থ ফিরিয়ে দিল টোটো চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চালক

গাড়িতে ফেলে যাওয়া সোনার গহনা, অর্থ ফিরিয়ে দিল টোটো চালক । সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মুখ দরিদ্র টোটো চালকের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর থেকে বছর ৩৫ এর রিম্পা মন্ডল তার ছোট বাচ্চাকে নিয়ে বসিরহাটে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন টোটো রিস্কা করে ।

 

তার বাচ্চাকে নিয়ে গন্তব্য আসার পর সে নেমে যান এবং তার সঙ্গে থাকা একটা ছোট ব্যাগ ভুল বশত টোটোতেই ফেলে চলে যায়। টোটো চালক সুজিত ভট্টাচার্য সেটিকে উদ্ধার করে বসিরহাট টাউন টোটো ই রিক্সা সংগঠনের সভাপতি ভাস্কার মিত্রের কাছে জমা দেন। পরে তিনি বসিরহাট থানায় ঐ মূল্যবান সোনার গহনা ভর্তি ব্যাগ জমা করেন।

 

আর ও পড়ুন    করোনা আমাদের কোন কোন অঙ্গে প্রভাব ফেলেছে, কি বলছেন চিকিৎসকরা?

 

বসিরহাট থানার পুলিশ তদন্তে নেমে গৃহবধুর নাম ঠিকানা যোগাড় করে ফেলে। বৃহস্পতিবার রাতেই গৃহবধূ রিম্পা মণ্ডলকে ডেকে তার ফেলে যাওয়া সোনার গহনা ভর্তি ছোট ব্যাগ তার হাতে তুলে দেন বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং। তখন থানাতেই উপস্থিত ছিলেন টোটো চালক সুজিত ভট্টাচার্য, টোটো চালক ইউনিয়নের সভাপতি ভাস্কর মিত্র।

 

গৃহবধূর কাছ থেকে উপযুক্ত নথিপত্র নিয়ে তার এই ব্যাগটি ফেরত দেয়া হয়। খুলে দেখা যায় সেই ব্যাগের মধ্যে প্রচুর সোনার গয়না রয়েছে। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা, সঙ্গে নগদ অর্থ। আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন একটি সামাজিক অনুষ্ঠানে। তার সোনার গহনা অর্থ ফিরে পেয়ে রীতিমতো ধন্যবাদ দিয়েছেন টোটো চালক ও টোটো ইউনিয়ন এবং বসিরহাট থানার পুলিশ আধিকারিকদের।

 

উল্লেখ্য,  গাড়িতে ফেলে যাওয়া সোনার গহনা, অর্থ ফিরিয়ে দিল টোটো চালক । সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মুখ দরিদ্র টোটো চালকের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর থেকে বছর ৩৫ এর রিম্পা মন্ডল তার ছোট বাচ্চাকে নিয়ে বসিরহাটে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন টোটো রিস্কা করে । তার বাচ্চাকে নিয়ে গন্তব্য আসার পর সে নেমে যান এবং তার সঙ্গে থাকা একটা ছোট ব্যাগ ভুল বশত টোটোতেই ফেলে চলে যায়।

 

টোটো চালক সুজিত ভট্টাচার্য সেটিকে উদ্ধার করে বসিরহাট টাউন টোটো ই রিক্সা সংগঠনের সভাপতি ভাস্কার মিত্রের কাছে জমা দেন। পরে তিনি বসিরহাট থানায় ঐ মূল্যবান সোনার গহনা ভর্তি ব্যাগ জমা করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top