চাল, আদা,তুষ এই তিন সামগ্রীকে কাজে লাগিয়ে কাঠ পাচার হচ্ছিল। উদ্ধারে চোখ ছানাবড়া বন আধিকারিকদের

চাল, আদা,তুষ এই তিন সামগ্রীকে কাজে লাগিয়ে কাঠ পাচার হচ্ছিল। উদ্ধারে চোখ ছানাবড়া বন আধিকারিকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চাল, আদা,তুষ এই তিন সামগ্রীকে কাজে লাগিয়ে কাঠ পাচার হচ্ছিল। উদ্ধারে চোখ ছানাবড়া বন আধিকারিকদের। চাল,আদা,তুষের বস্তার আড়ালে পাচার হচ্ছিল বার্মা টিক। উদ্ধার করলো টিম সঞ্জয় দত্ত। এই নিয়ে গত দু মাসে কয়েক দফায় প্রায় দু কোটি কোটি টাকার বার্মা টিক উদ্ধার করলো বৈকন্ঠপুর বনবিভাগের কর্মীরা। ঘন ঘন মূল্যবান কাঠ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বন ও পরিবেশ কর্মী মহলে।

 

বনদপ্তর সুত্রে জানা গেছে শনিবার ভোরে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ৩১ নং জাতীয় সড়কের করতোয়া এলাকায় নাকা চেকিং অভিযান চালানো হয়।

 

অভিযান চালিয়ে চালের বস্তার আড়ালে এক ট্রাক বোঝাই প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের বার্মা টিক ( সেগুন কাঠ) উদ্ধার করেন তারা। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি। সে বিহারের বাসিন্দা। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও

উল্লেখ্য, চাল,আদা,তুষের বস্তার আড়ালে পাচার হচ্ছিল বার্মা টিক। উদ্ধার করলো টিম সঞ্জয় দত্ত। এই নিয়ে গত দু মাসে কয়েক দফায় প্রায় দু কোটি কোটি টাকার বার্মা টিক উদ্ধার করলো বৈকন্ঠপুর বনবিভাগের কর্মীরা। ঘন ঘন মূল্যবান কাঠ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বন ও পরিবেশ কর্মী মহলে। বনদপ্তর সুত্রে জানা গেছে শনিবার ভোরে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ৩১ নং জাতীয় সড়কের করতোয়া এলাকায় নাকা চেকিং অভিযান চালানো হয়।

 

অভিযান চালিয়ে চালের বস্তার আড়ালে এক ট্রাক বোঝাই প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের বার্মা টিক ( সেগুন কাঠ) উদ্ধার করেন তারা। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি। সে বিহারের বাসিন্দা। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে। চাল আদা তুষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top