চাল পাচারের অভিযোগে রেশনের দোকানে বিক্ষোভ। চাল পাচারের অভিযোগে রেশন দোকানে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রাহকরা৷ মঙ্গলবার ফালাকাটার ২ মাইলের ডিলার নবরাগ সরকারের রেশন দোকানে ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ জানা গিয়েছে,ওই রেশন দোকানেরই এক কর্মী চাল পাচারে জড়িত।এদিন সাতসকালে রেশন থেকে চাল পাচারের সময় স্থানীয় বাসিন্দা ও গ্রাহকদের কাছে নাতে ধরা পড়েন ওই কর্মী।
জনরোষ থেকে দ্রুত পালিয়ে যান অভিযুক্ত রেশন কর্মী৷পরে রেশন সংলগ্ন একটি বাড়ি থেকে পাচার হওয়া একটি চালের বস্তা উদ্ধার করেন স্থানীয়রাই।যদিও এব্যাপারে রেশন ডিলার নবরাগ সরকার বলেন, তার অনুপস্থিতিতে ওই ঘটনা ঘটেছে। তিনি এই নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন ও অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করবেন।এব্যাপারে মহকুমা খাদ্য নিমায়ক মুরলি মনোহর আগরওয়াল বলেন, বিষয়টি জানার পরই ব্লক খাদ্য সরবরাহ দপরের আধিকারিককে খতিয়ে দেখতে বলা হয়েছে৷ লিখিত অভিযোগ পেলে ওই রেশন দোকানের বিরূদ্ধে পদক্ষেপ করা হবে৷
আরও পড়ুন – কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে বীরভূমে গ্রেফতার ৬
উল্লেখ্য, চাল পাচারের অভিযোগে রেশন দোকানে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রাহকরা৷ মঙ্গলবার ফালাকাটার ২ মাইলের ডিলার নবরাগ সরকারের রেশন দোকানে ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ জানা গিয়েছে,ওই রেশন দোকানেরই এক কর্মী চাল পাচারে জড়িত।এদিন সাতসকালে রেশন থেকে চাল পাচারের সময় স্থানীয় বাসিন্দা ও গ্রাহকদের কাছে নাতে ধরা পড়েন ওই কর্মী।
জনরোষ থেকে দ্রুত পালিয়ে যান অভিযুক্ত রেশন কর্মী৷পরে রেশন সংলগ্ন একটি বাড়ি থেকে পাচার হওয়া একটি চালের বস্তা উদ্ধার করেন স্থানীয়রাই।যদিও এব্যাপারে রেশন ডিলার নবরাগ সরকার বলেন, তার অনুপস্থিতিতে ওই ঘটনা ঘটেছে। তিনি এই নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন ও অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করবেন।এব্যাপারে মহকুমা খাদ্য নিমায়ক মুরলি মনোহর আগরওয়াল বলেন, বিষয়টি জানার পরই ব্লক খাদ্য সরবরাহ দপরের আধিকারিককে খতিয়ে দেখতে বলা হয়েছে৷ লিখিত অভিযোগ পেলে ওই রেশন দোকানের বিরূদ্ধে পদক্ষেপ করা হবে৷