নিজস্ব সংবাদদাতা, হাবরা, ২৪ শে মে : মাঠে মজুদ করা এক ভাগ চাষির ধান আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা l হাবরার সলুয়া তিন নম্বর গভমেন্ট কলোনি এলাকার ঘটনা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাবড়া থানার পুলিশ । ঘটনায় ভাগচাষী বংশী লাল বিশ্বাস কয়েক হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন । ভোর রাতে কেউ আগুন ধরিয়েছে বলে অনুমান । সকালেও ধিক ধিক করে জ্বলছিল আগুন । তবে তার নেভালেও কোন কিছুই বাঁচানো সম্ভব হতো না , সমস্ত ধানই পুড়ে ছাই হয়ে গিয়েছে । তাই কেউ আগুন নেভানোর চেষ্টাও করেনি ।
চাষির বিঘা খানেক জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ
চাষির বিঘা খানেক জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram