চাষীদের সাথে মাঠে নেমে ধান রোপন জেলা সভাধিপতির। মাঠে কৃষকদের সাথে হাতে হাত লাগিয়ে ধান গাছের চারা রোপন করলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা। তার মুখে শোনা গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা ”আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে।” কৃষক পরিবারের মেয়ে তিনি, তাই ছোট থেকেই কৃষি কাজ দেখে বড় হয়েছেন।
শিখেছেন কিভাবে ধান গাছ বপন করতে হয়, কিভাবে চাষাবাদ করতে হয়। একজন বিধায়ক কিংবা জেলা পরিষদের সভাধিপতি হওয়ার আগে তিনি একজন কৃষক পরিবারের কন্যা। সেই কথা মাথায় রেখেই শনিবার নিজের বিধানসভা এলাকা রায়নার শিবরামপুর গ্রামে মাঠে নেমে চাষিদের সাথে হাত মিলিয়ে ধান গাছ বপন করেন তিনি। অভিনব এই দৃশ্য ধরা পড়লো অনেকেরই মোবাইল ক্যামেরায়।
দীর্ঘদিন পর আকাশের বৃষ্টি নামতেই এবার ধান গাছ বপনে সামিল হয়েছেন কৃষকরা। সেই আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য বিধায়িকা এদিন মাঠে নেমে ধান গাছ বপন করলেন। একই সঙ্গে কৃষকদের পাশে থাকার জন্য এবং একের পর এক প্রকল্প নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানালেন তিনি। জেলার জেলা সভাধিপতি এবং বিধায়িকা হওয়া সত্ত্বেও কৃষকদের সাথে মাঠে নেমে ধান গাছ বপন করার কাজে সাহায্য করায় স্বভাবতই আপ্লুত গ্রামের কৃষকরা।
আরও পড়ুন – ২৬ টি প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস উদয়ন গুহর
উল্লেখ্য, মাঠে কৃষকদের সাথে হাতে হাত লাগিয়ে ধান গাছের চারা রোপন করলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা। তার মুখে শোনা গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা ”আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে।” কৃষক পরিবারের মেয়ে তিনি, তাই ছোট থেকেই কৃষি কাজ দেখে বড় হয়েছেন। শিখেছেন কিভাবে ধান গাছ বপন করতে হয়, কিভাবে চাষাবাদ করতে হয়। একজন বিধায়ক কিংবা জেলা পরিষদের সভাধিপতি হওয়ার আগে তিনি একজন কৃষক পরিবারের কন্যা। চাষীদের সাথে