Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
চাষের জমি থেকে ড্রোন উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য.........

চাষের জমি থেকে ড্রোন উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

চাষের জমি থেকে ড্রোন উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চাষের জমি থেকে ড্রোন উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চাষের জমি থেকে শনিবার সাত সকালে ড্রোন উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পেট্রাপোল এলাকায়। পরে পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গেছে ড্রোনটি ভারতের দিক থেকে উড়েছিল। কিন্তু কি কারনে দুদেশের সীমান্ত লাগোয়া গ্রামে ড্রোন ওড়ানোর প্রয়োজন হল,সেবিষয়ে খোঁজখবর শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ।

 

ড্রোন ওড়ানোর পিছনে পাচারকারীরা যুক্ত রয়েছে বলেও ধারনা পুলিশের। পেট্রাপোল থানার ছয়ঘরিয়া পঞ্চায়েতের কালিয়ানি পূর্বপাড়া গ্রাম।গ্রামটি একেবারের সীমান্ত লাগোয়া। ভারত-বাংলাদেশের কাটাতার দিয়ে ঘেরা গ্রাম।

 

ভারতের দিকে কাটাতারের চারশ গজ দুরেই রয়েছে গ্রামের চাষী পংকজ সরকারের বেগুনের খেত। এদিন সাত সকালেই পংকজের বেগুনের খেতের মধ্যেই পড়েছিল এই ড্রোনটি। এই নিয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামে। ভি ভি আইপিদের নিরাপত্তা সংক্রান্ত খুটিনাটি নজরে রাখতে ড্রোন ব্যাবহার করেন রিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।শহরাঞ্চলে একাধিক কাজে ড্রোনের ব্যাবহার দেখতেই অভ্যস্ত শহরাঞ্চলের বাসিন্দারা।

 

কিন্তু ভারত-বাংলাদেশের সীমান্ত লাগোয়া কাটাতার ঘেরা গ্রামের মানুষ ড্রোন ওড়ানো দেখতে অভ্যস্থ নন।
এদিন সাত বেগুনের চারাগাছে জল দিতে খেতে গিয়েছিলেন পংকজ সরকার। খেতে জল দিতে গিয়েই তাত তাজ্জব অবস্থা। বেগুনের খেতের মধ্যে পড়ে থাকা জিনিসটা দেখে তিনি প্রথমে বোম ভেবে ভয় পেয়েছিলেন।খেতে কাজ করা অন্যান্যদের ডেকে পরে বুঝতে পারেন সেটা ড্রোন। পুলিশে খবর দেওয়ার পর সেটা উদ্ধার করে পেট্রাপোল থানার পুলিশ।

আর ও পড়ুন    সামসেরগঞ্জে সিপিআইএমে বড়সড় ধাক্কা

স্থানীয় এবং পুলিশের ধারনা ড্রোন ওড়ানোটা এলাকারই চোরা পাচারকারীদের কারসাজি। সীমান্ত লাগোয়া কাটাতার দিয়ে বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারে সক্রিয় থাকে পাচারকারীরা। সীমান্ত লাগোয়া কালিয়ানি পূর্বপাড়ায় নজরদারিতে রয়েছেন বি এস এফের জওয়ানরা।পাচারের আগে তাদের গতিবিধি সহ কোন এলাকা দিয়ে পাচার করা সহজ,তার খুটিনাটি দেখে নেওয়ার জন্যই পাচারকারীরা ড্রোন উড়িয়েছিল বলেই মনে করা হচ্ছে।

পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে ড্রোনটি ভারতের দিক থেকেই ওড়ানো হয়েছিল।এটা পাচারকারীদেরই কাজ বলেই পুলিশ মনে করছে।তবে সঠিক কি কারনে দুদেশের সীমান্ত লাগোয়া গ্রামের চাষের জমিতে ড্রোন ব্যাবহার করা হয়েছিল,তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top