নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১৩ নভেম্বর, ২০২০: বহরমপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া পালপাড়ার মাটির শিল্পীদের মুখে হাসি ফুটলো। মাটির শিল্পী সঞ্জয় পাল জানিয়েছেন লকডাউন ও করোনা হলেও তাদের মাটির প্রদীপ বিক্রি কমেনি এই বছর মাটির প্রদীপের বিক্রি হার অনেকটাই বেড়েছে ।
সমবায় সমিতি কে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি শিল্পীদের বিনামূল্যে চাকি দিয়েছেন তাই তাদের কাজের গতি অনেকটাই বেড়েছে বলে মনে করছেন মাটি শিল্পীরা । প্রতিদিন হাজারেরও প্রদীপ বেশি বানিয়ে ফেলছেন মাটি শিল্পীরা।তাছাড়াও এই বছর বেশি প্রদীপ বিক্রি হওয়ার কারণ হলো চায়না লাইট বর্জন করেছেন সাধারণ মানুষ সেই কারণেই প্রদীপ বিক্রি হার অনেকটাই বেড়েছে বলে মনে করছেন মাটি শিল্পী সঞ্জয় পাল ।
আরও পড়ুন…সাবধানতা অবলম্বন করুন – পুজোর উদ্বোধনে বার্তা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী
তাছাড়াও বলেছেন এই প্রদিপ বিভিন্ন জেলায় যায় । নদিয়া ও মালদা তাছাড়া বীরভূম জেলায় এই প্রদীপ যায়।