চায়ের দোকানে এক ব্যাক্তিকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ । শুক্রবার রাতে ডোমকল থানার মেহেদিপাড়া এলাকায় চায়ের দোকানে এক ব্যাক্তিকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যাক্তি। পুলিস জানিয়েছে, আহতের নাম মুকচাঁদ শেখ। অভিযোগের তীর আহতের জেঠার ছেলে সৌরভ মন্ডলের বিরুদ্ধে। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে তাকে পাঠানো হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। ঘটনার পরে থেকে অভিযুক্ত পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বাড়ি সংলগ্ন পাড়ার একটি চায়ের দোকানে বসেছিলেন মুকচাঁদ। অভিযোগ, হঠাৎ তার জেঠার ছেলে সৌরভ মন্ডল নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে এসে মুকচাঁদের উপর হামলা করে। হাতে পিঠে সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপায় তাকে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মুকচাঁদ। এরপরই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই অভিযুক্ত। পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে।
সেখানে শারিরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কি কারণে এমন ঘটনা, অজানা আহতের পরিবারের। পরিবারের পক্ষ থেকে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ডোমকল থানার পুলিস আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন – পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে
উল্লেখ্য, শুক্রবার রাতে ডোমকল থানার মেহেদিপাড়া এলাকায় চায়ের দোকানে এক ব্যাক্তিকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যাক্তি। পুলিস জানিয়েছে, আহতের নাম মুকচাঁদ শেখ। অভিযোগের তীর আহতের জেঠার ছেলে সৌরভ মন্ডলের বিরুদ্ধে। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে তাকে পাঠানো হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। ঘটনার পরে থেকে অভিযুক্ত পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বাড়ি সংলগ্ন পাড়ার একটি চায়ের দোকানে বসেছিলেন মুকচাঁদ। অভিযোগ, হঠাৎ তার জেঠার ছেলে সৌরভ মন্ডল নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে এসে মুকচাঁদের উপর হামলা করে। হাতে পিঠে সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপায় তাকে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মুকচাঁদ। এরপরই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই অভিযুক্ত। পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে।