চায়ের দোকানে হাতুড়ি নিয়ে হামলা এক ব্যক্তির, মৃত ১ আহত ২

চায়ের দোকানে হাতুড়ি নিয়ে হামলা এক ব্যক্তির, মৃত ১ আহত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৪ ঠা সেপ্টেম্বর :চায়ের দোকানে হাতুড়ি নিয়ে হামলা এক ব্যক্তির ।আহত হয় তিন জন তার মধ্যে মারা যায় এক ব্যক্তি ।ঘটনা নিউটাউন স্বামীজী নগরের ১০ নাম্বার গলি।গতকাল বিকেলের ঘটনা ।মৃত ব্যক্তির নাম কুমোদ বিশ্বাস (৭০)।ঘটনার পর দুজন কে ভিআইপির কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।রাতে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।ঘটনা স্থলে নিউটাউন থানার পুলিশ।

স্থানীয়দের দাবি গতকাল বিকেলে যখন অনেকে চায়ের দোকানে বসে ছিল সেই সময় এক ব্যক্তি আসে।প্রথমে চায়ের দোকানে দাঁড়ায়।পিছন থেকে হাতুড়ি বের করে মাথায় মারতে থাকে ।প্রথমে ভুবন সিকদার কে মারতে শুরু করে এর পর কুমোদ বিশ্বাসের উপর হামলা চালায়।তার মাথায় এলোপাথাড়ি হাতুড়ির বাড়ি মারতে থাকে।ভুবন এর ছেলে বাঁচাতে এলে তাকেও মারধর করে সঙ্গে এক মহিলাকে।পরে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে ।পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় ।

গুরুতর আহত ভুবন ও কুমোদ কে হাসপাতালে নিয়ে গেলে ভুবন কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়।কুমোদ কে পাঠানো হয় আরজিকর হাসপাতালে সেখানে ভোর বেলায় তার মৃত্যু হয়।তবে কি কারণে হামলা এখনো পরিষ্কার নয়।এর আগে এই ব্যক্তিকে কেউ দেখেনি এই এলাকায়।তার ছেলে পাশের পাড়ায় ভাড়া থাকে বলে স্থানীয়রা দাবি করেছেন।অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top