উত্তর ২৪পরগণা:- বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বারঘড়িয়া গোপালপুর মোড় এর ঘটনা বছর ৩২, মোজাম্মেল মন্ডল ।শুক্রবার সকাল ন’টা নাগাদ স্থানীয় চায়ের দোকানে বসে চা খেয়ে হঠাৎই উঠতেই। সেই সময় ইট বোঝাই লরি প্রথমে পাচিলে, তারপর চায়ের দোকানের সজোরে ধাক্কা মারে ।ঘটনাস্থলে মোজাম্মেলের মৃত্যু হয়। আহত আরো এক।

তাকে স্বরূপনগর সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই ইট বোঝাই লরিটি উল্টে যায়, ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ যায়। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করে। কি কারণে নিয়ন্ত্রণ হারিয়ে না ব্রেক ফেলার জন্য। লরি প্রথমে পাঁচিলে তারপর চায়ের দোকানে ধাক্কা মারলো। তদন্ত শুরু করেছে সরুপনগর থানা পুলিশ। এর জন্য সরুপনগর ও গোপালপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে জেসিপি লাগিয়ে ইট সরানোর কাজ চলছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে স্বরূপনগর থানার পুলিশ। চালক খালাসি পলাতক। মৃত্যুর ঘটনায় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।