চা ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী, আমেরিকায় গিয়েও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

চা ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী, আমেরিকায় গিয়েও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১ মার্চ, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। ভারত ঘুরে নিজের দেশে পৌঁছেই ট্রাম্প শনিবার দক্ষিণ পূর্ব আমেরিকার রাজ্য দক্ষিণ ক্যারোলিনায় একটি সভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহান ব্যাক্তি বলে সম্বোধন করেন।

চা ওয়ালা হিসাবে জীবন শুরু করেছিলেন নরেন্দ্র মোদি৷ আজ তিনিই দেশকে নেতৃত্ব দিচ্ছেন৷ যা এই দেশের পক্ষে শুধু উদাহরণ নয়, গর্বেরও, এমনটাই বললেন ডোনাল্ড ট্রাম্প। মোতেরা স্টেডিয়ামের এক সভায় এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প৷ বরণে আতিথেয়তার আয়োজনের শেষ ছিল না৷দেশের অতিথেয়তায় খুবই খুশি ট্রাম্প, এমনটাই জানালেন এদিন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের মাটিতে পা রাখার পর থেকেই একের পর এক আয়োজন মুগ্ধ করে দিয়েছে ট্রাম্পকে৷ তিনি বারবার সে কথা বলেওছেন৷ সবরমতী আশ্রম থেকে বেরিয়ে আসার পথে ভিজিটার্স লগ বুকে লিখে এসেছেন ‘প্রাণের বন্ধু’ নরেন্দ্র মোদির কথা৷ আর মোতেরায় লাখ লাখ লোকের সামনে দাঁড়িয়ে সেই মোদিকেই প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প৷ বললেন, ‘একজন চাওয়ালা হিসাবে জীবন শুরু করেছিলেন মোদি৷ তারপর তিনি এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন৷ তাই তিনি শুধু এই দেশের জন্য না, সারা পৃথিবীর জন্য একজন উদাহরণ৷’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top