বাগডোগরা – বাগডোগরা হাঁসখাওয়া চা বাগানে জন্ম হলো তিনটি চিতা বাঘের।প্রথমে শ্রমিকরা তিনটি চিতা বাঘের শাবক দেখতে পান।
তারা দ্রুত বাগডোগরা বনদপ্তরকে এই খবর জানান।বনদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শাবকগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন।মা চিতা বাঘ ইতিমধ্যে দুটি শাবককে চা বাগান থেকে নিরাপদ স্থানে নিয়ে গেছে।
বনদপ্তরের কর্মীরা বলছেন,তৃতীয় শাবকটিও খুব শীঘ্রই মা বাঘের সাথে চলে যাবে।এদিকে,শাবকগুলোর নিরাপত্তার জন্য বনদপ্তর ২৪ঘন্টা নজরদারি চালাচ্ছে।বসানো হয়েছে ট্যপ ক্যামেরা যাতে কেউ শাবকগুলোকে বিরক্ত না করতে পারে।
