চা বাগান থেকে নারীপাচার রুখতে সচেতন শিবির পুলিশের। মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুরদুয়ার জেলার চা বাগান থেকে নারী পাচার রুখতে বাগানে বাগানে সচেতনতা শিবির শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।
করোনা সংক্রমণ থেকেই দির্ঘ দিন বন্ধ ছিল জেলার চা বাগান গুলো।চা বাগান বন্ধ থাকার জেরে অনাহার অর্ধাহারে থাকা বাগানের মহিলাদের ভীন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন রাজ্যে পাচার করে দিয়েছে মানব পাচারকারীরা।এর মধ্যে কয়েকজন মহিলা পাচারকারীদের নজর এড়িয়ে পালিয়ে এলেও অনেকেই পাচারকারীদের খপ্পর থেকে ফিরে আসতে পারেনি।নারী পাচারের পাশাপাশি বেশ কিছু পুরুষ চা শ্রমিকও পাচারকারী দলের খপ্পরে পড়ে ভীন রাজ্যে পাচার হয়ে গিয়েছে।
চা বাগান থেকে পাচারকারীরা যাতে কোনও ভাবেই বাগানের সহজ সরল শ্রমিকদের পাচার করতে না পারে সেই উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে চা বাগান এবং বনবস্তি গুলোতে সচেতনতা শিবির শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।
এই উদ্দেশ্যে বুধবার কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজন করা হয়। আদিবাসী অধ্যুষিত চা বলয়ে বাল্যবিবাহের রীতি রয়েছে।অনেক কিশোরী ১৪-১৫ বছর হতেই তাদের পরিবার বিয়ে দিয়ে দেয়। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সেই বিষয়েও চা বাগানের কিশোরীদের পরিবারকে সচেতন ও সতর্ক করেন।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
আলিপুরদুয়ার জেলার চা বাগান গুলো থেকে মানব পাচার রুখতে বেশ কয়েকটি এনজিও দির্ঘদিন ধরেই কাজ করেছে যাচ্ছে।
এই এনজিও গুলোর সহযোগিতায় ভীন রাজ্যে পাচার হয়ে যাওয়া অনেক নারী ফেরত এসেছে।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন জেলার চা বাগান গুলো থেকে নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে চা বাগান গুলোতে সচেতনতা শিবির করা হচ্ছে।গোটা জেলার চা বাগানেই এই ধরনের সচেতনতা শিবির করা হবে। নারীপাচার রুখতে
উল্লেখ্য, চা বাগান থেকে নারীপাচার রুখতে সচেতন শিবির পুলিশের। মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুরদুয়ার জেলার চা বাগান থেকে নারী পাচার রুখতে বাগানে বাগানে সচেতনতা শিবির শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।
করোনা সংক্রমণ থেকেই দির্ঘ দিন বন্ধ ছিল জেলার চা বাগান গুলো।চা বাগান বন্ধ থাকার জেরে অনাহার অর্ধাহারে থাকা বাগানের মহিলাদের ভীন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন রাজ্যে পাচার করে দিয়েছে মানব পাচারকারীরা।এর মধ্যে কয়েকজন মহিলা পাচারকারীদের নজর এড়িয়ে পালিয়ে এলেও অনেকেই পাচারকারীদের খপ্পর থেকে ফিরে আসতে পারেনি।নারী পাচারের পাশাপাশি বেশ কিছু পুরুষ চা শ্রমিকও পাচারকারী দলের খপ্পরে পড়ে ভীন রাজ্যে পাচার হয়ে গিয়েছে।