চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণ—জট কাটাতে ফের বৈঠকের নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণ—জট কাটাতে ফের বৈঠকের নির্দেশ হাই কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণ প্রকল্প বহুদিন ধরে আটকে রয়েছে। সেই জট কাটানোর জন্য ফের বৈঠকে বসার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে নতুন করে বৈঠক করতে হবে এবং বৈঠকের দিন–ক্ষণ ঠিক করতে হবে সকল পক্ষের সম্মতিতে।

এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, আগামী বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকবেন। চিংড়িঘাটায় প্রকল্প আটকে থাকার অভিযোগে এলাকার এক বাসিন্দা জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলার শুনানিতে গত ৫ ডিসেম্বর আদালত জানতে চেয়েছিল, কীভাবে এই জটিলতার সমাধান করা যেতে পারে। কিন্তু বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দেন যে এখনও কোনও কার্যকর সমাধানসূত্র বের হয়নি। নির্দিষ্ট অঞ্চলে রাস্তা ব্লক করলে অ্যাম্বুল্যান্সসহ জরুরি পরিষেবার চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি আদালতকে জানান।

এর পরে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, সাবওয়ের কাজ বন্ধ থাকলে সমস্যার মুখে পড়তে হচ্ছে আমজনতাকেই। তাই যত দ্রুত সম্ভব সমাধানের পথে এগোতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, কোভিডের মতো চরম পরিস্থিতি না এলে কলকাতায় যানবাহনের চাপ কোনওদিনই কমবে না। তাই যেদিন কাজ শুরু হবে, সেদিনই ট্রাফিক নিয়ন্ত্রণ করাও জরুরি হয়ে পড়বে।

প্রসঙ্গত, হাই কোর্টের আগের নির্দেশে বুধবার কেন্দ্র, রাজ্য এবং আরভিএনএল-এর আধিকারিকরা বৈঠকে বসেছিলেন। তবে সেখানেও জট কাটেনি। ফলে আদালত ফের সব পক্ষকে আলোচনায় বসে চিংড়িঘাটার দীর্ঘস্থায়ী জটিলতার দ্রুত সমাধান খুঁজে বের করার নির্দেশ দিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top