কলকাতা – নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ গত ফেব্রুয়ারি থেকে চিংড়িঘাটার জটিলতায় আটকে ছিল। তবে অবশেষে সেই অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে মেট্রো ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে মেট্রো রেল বিকাশ, কলকাতা ও বিধাননগর কমিশনারেট পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উৎসবের মরসুম শেষ হলে আগামী ১৪ নভেম্বর থেকে অসম্পূর্ণ ৩৬৬ মিটার অংশের কাজ শুরু হবে।
মেট্রো সূত্রে জানা গেছে, নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ওই সময় গাড়ি অন্য রুটে ঘোরানো হবে, যাতে আরভিএনএল দ্রুত অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে পারে। প্রায় গোটা প্রকল্পের কাজ শেষ হলেও চিংড়িঘাটার এই ৩৬৬ মিটার অসমাপ্ত অংশের কারণে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন চালু সম্ভব হয়নি।
এই কাজ সম্পূর্ণ হলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে এবং জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোর গতি আরও বাড়বে। এর ফলে দক্ষিণ কলকাতা থেকে বিমানবন্দর পৌঁছতে সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বিশেষ করে সেক্টর ফাইভ, রাজারহাট ও নিউটাউনের সঙ্গে শহরের সরাসরি যোগাযোগ আরও মজবুত হবে।
মেট্রো ভবন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার চিংড়িঘাটার জট কাটানো। এই কাজ শেষ হলে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন চালু হবে, যা বিমানবন্দরগামী যাত্রীদের জন্য বড় ভরসা হয়ে উঠবে।




















