উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠী তলা গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় বাড়ির পাশে একটি বাগানে খেলা করতে গিয়েছিল(৯) বছরের মনীষ মন্ডল নামে এক শিশু তারপর সেখানেই একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেশ কিছুক্ষণ বাড়িতে নিজেরাই ঝাড়ফুঁক করেন তারপর সেখান থেকে অবস্থার অবনতি হতেই হাড়োয়া গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ওই শিশু পুত্রকে মৃত বলে ঘোষণা করেন। নিজেদের ভুলের কারণে অকালে নিভে গেল তরতাজা একটি শিশুর প্রাণ।
মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পরিবারকে আশ্বাস দিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।প্রশ্ন উঠছে এত সচেতন এত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা তারপরও কেন এমন ঘটনা ঘটলো? এই যুগে দাঁড়িয়ে কিভাবে পরিবারের লোকজন ওঝার ঝাড়ফুঁক নিয়ে একটি শিশুর জীবন শেষ করে দিল প্রশাসন কি এই ব্যাপারে পদক্ষেপ নেবে? সে উত্তর কিন্তু অধরা।
