চিকেন প্যাটিস বিতর্কে BJP-র ভেতরে উদ্রেক অভিজিত গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

চিকেন প্যাটিস বিতর্কে BJP-র ভেতরে উদ্রেক অভিজিত গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে কিছুটা পিছিয়ে দিয়েছে। তবে এই বিতর্ক নতুন করে দলের সংসারে অশান্তি তৈরি করতে পারে, তা স্পষ্ট করলেন বিজেপি সাংসদ অভিজিত গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, হকারদের উপর হামলা চালানো হুলিগানদের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসেছিলেন, কিন্তু হামলাকারীরা কোনো BJP সদস্য নয়। অভিজিত দাবি করেছেন, যারা হামলা চালিয়েছিল তারা সবাই হিন্দু সেজে এসেছিল এবং এই ঘটনার কোনো সমর্থন BJP বা তিনি নিজে দিতে পারেন না।
অভিজিতের বক্তব্যে প্রধান দিকটি ছিল হামলাকারীদের বিষয়ে। তিনি বলেন, হকারদের মিলে মাঠ ছেড়ে চলে যাওয়ার সুযোগ থাকলেও তাদের মারধর করা, জিনিসপত্র নষ্ট করা ও রুটি রুজিতে আঘাত করা ঠিক নয়। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কাদের বরণ করেছিলেন, তা নিয়ে প্রশ্নও উঠেছে। তবে অভিজিত এবার শুভেন্দুর উল্টো পথে গিয়ে দিলীপ ঘোষকেও সমর্থন জানিয়েছেন।
দিলীপ ঘোষের প্রতি আস্থা প্রকাশ করে অভিজিত বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ এবং তাঁর সময়ে ১৮ জন সাংসদ পেয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা পিছিয়ে গেলেও দিলীপ ঘোষের মধ্যে আগুন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবন বা বিবাহ করা কোনো অপরাধ নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top