চিটফান্ড তদন্তে নতুন আইন আনলো কেন্দ্র, ৬ মাসের মধ্যেই টাকা ফেরৎপাবেন আমানতকারীরা

চিটফান্ড তদন্তে নতুন আইন আনলো কেন্দ্র, ৬ মাসের মধ্যেই টাকা ফেরৎপাবেন আমানতকারীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লি : চিটফান্ড নিয়ে এবার নতুন আইন আনল কেন্দ্র। যে আইনের জেরে এবার চিটফান্ড সংক্রান্ত সব তদন্তই করবে সিবিআই। ছয় মাসের মধ্যে টাকা ফেরতের সম্ভাবনাও থাকছে নতুন আইনে।
রাজ্যে চিটফান্ডের একের পর এক অভিযোগের শুরু ২০১৪ সালের শুরুতে। প্রতারিত হয়ে মামলা করেছেন অসংখ্য মানুষ। টাকা ফেরত পাননি বহু মামলাকারী। এই মুহূর্তে প্রায় ৩৫০ চিটফান্ড মামলার ভবিষ্যত অন্ধকারেই আছে। সেই মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য এবার আইন আনল কেন্দ্রীয় সরকার। আইনের নাম আন রেগুলেটেড ডিপোজিট স্কিম আইন ২০১৯।

 

আইন অনু্যায়ী এবার একজন আধিকারিক বিষয়টি তদারকি করবেন (Competent authority)। তিনি সচিব পর্যায়ের পদমর্যাদার কেউ হবেন। তিনি তদন্ত, পরিদর্শন, সমন পাঠাতে পারবেন। এর জন্য রাজ্য সরকারের অনুমতির কোনও প্রয়োজন নেই। সিবিআই এক্ষেত্রে সরাসরি তদন্ত করতে পারবে। আধিকারিক নিজেও সিবিআই-এর তদন্তের নির্দেশ দিতে পারেন। আধিকারিক ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সম্পত্তি নিলাম করে বিক্রির ব্যবস্থা করতে পারবেন। চিটফান্ডের সব তথ্য সিবিআই জানবে। পাশাপাশি, আরেকটি সমতুল আদালত তৈরি করা যাবে। যেখানে জেলা দায়রা আদালতের সমতুল বিচারক বসবেন।
সারা দেশে এই আইন লাগু হওয়ার ফলে বহু আমানতকারী সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে সুবিধা পাবেন বলে আশাবাদী আইনজীবী মহল।
চিটফান্ড তদন্তে নতুন আইন আনলো কেন্দ্র, ৬ মাসের মধ্যেই টাকা ফেরৎপাবেন আমানতকারীরা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top