চিটফান্ড মামলায় ৫ দিনের সিবিআই হেফাজত রাজু সাহানির। চিটফান্ড মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির জামিন নাকচ করল আসানসোল জেলা আদালত। শনিবার দুপুরে তাকে আসানসোলের জেলা আদালতের সিজিএম তরুণ কান্তি মন্ডলের এজলাসে পেশ করা হয়। সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের নিজেদের হেফাজত চায়। কিন্তু, দুইপক্ষের আইনজীবী সওয়াল জবাবের শেষে বিচারক তার জামিন নাকচ করে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী ৮ই সেপ্টেম্বর রাজু সাহানিকে ফের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।
ধৃতর বিরুদ্ধে সিবিআই ভারতীয় দন্ডবিধির ৪২০, ১২০বি, ৪৬৭, ৪০৯ ধারায় মামলা রুজু করেছে। সিবিআইয়ের দাবি, রাজুর একটি আবাসন থেকে ৮০ লক্ষ নগদ টাকা সহ একটি দেশী পিস্তল, ৪টে ডেবিট কার্ড পাওয়া গিয়েছে। রাজু সাহানির হয়ে এদিন আদালতে সওয়াল করেন দুই আইনজীবী প্রদীপ কর ও প্রসেনজিৎ নাগ। সিবিআইয়ের হয়ে ছিলেন শীবেন্দ্র সাচান ও রাকেশ কুমার। এই চিটফান্ড মামলায় ২০১৪ সালে ৪টি এফআইআর হয় কুলটি থানায়। ২০১৮ সাল থেকে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন – ঘরে নিদারুণ অভাব, তবুও সুব্রত কাপ জিততে মরিয়া বুধু সরেন, জিৎ সরেনরা
উল্লেখ্য, চিটফান্ড মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির জামিন নাকচ করল আসানসোল জেলা আদালত। শনিবার দুপুরে তাকে আসানসোলের জেলা আদালতের সিজিএম তরুণ কান্তি মন্ডলের এজলাসে পেশ করা হয়। সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের নিজেদের হেফাজত চায়। কিন্তু, দুইপক্ষের আইনজীবী সওয়াল জবাবের শেষে বিচারক তার জামিন নাকচ করে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।
আগামী ৮ই সেপ্টেম্বর রাজু সাহানিকে ফের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। ধৃতর বিরুদ্ধে সিবিআই ভারতীয় দন্ডবিধির ৪২০, ১২০বি, ৪৬৭, ৪০৯ ধারায় মামলা রুজু করেছে। সিবিআইয়ের দাবি, রাজুর একটি আবাসন থেকে ৮০ লক্ষ নগদ টাকা সহ একটি দেশী পিস্তল, ৪টে ডেবিট কার্ড পাওয়া গিয়েছে। রাজু সাহানির হয়ে এদিন আদালতে সওয়াল করেন দুই আইনজীবী প্রদীপ কর ও প্রসেনজিৎ নাগ। সিবিআইয়ের হয়ে ছিলেন শীবেন্দ্র সাচান ও রাকেশ কুমার। এই চিটফান্ড মামলায় ২০১৪ সালে ৪টি এফআইআর হয় কুলটি থানায়। ২০১৮ সাল থেকে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে।