ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো। রাজ্য সরকারের বিধি নিষেধ জারি করার পর সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক । সোমবার সকাল থেকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বেড়াতে আশা পর্যটকেরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন । তাদের মধ্যে বেশির ভাগেই জানতেন না যে এই বিধিনিষেধের মধ্যে জুলজিক্যাল পার্ক বন্ধ থাকবে ।
পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে । সেই সুবাদেই প্রতি বছর শীতের মরসুমে প্রচুর পরিমাণে পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসেন । ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক । জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক এ পশু পাখিদের দেখার জন্য ভিড় থাকে চোখে পড়ার মতো ।
আর ও পড়ুন সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হল বাঘিনীকে
জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ডিসেম্বর ৩১ তারিখ ও জানুয়ারির ১ তারিখ রেকর্ডসংখ্যক মানুষ জুলজিক্যাল পার্কে বেড়াতে এসেছিলেন । জুলজিক্যাল পার্ক বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে পর্যটকদের । বাঁকুড়া জেলার ফুলকুসমা থেকে সপরিবারে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বেড়াতে এসে জুলজিক্যাল পার্ক বন্ধ দেখে হতাশ হয়ে পড়লেন অনেকেই ।
ওনেকেই বলেন, দূর থেকে এখানে বেড়াতে এসেছি । এসে দেখছি বিধিনিষেধের জন্য জুলজিক্যাল পার্ক বন্ধ রয়েছে । তাই এখন বাড়ি ফিরে যাব । এই ভাবেই সোমবার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানায় এসে বন্ধ থাকায় অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
উল্লেখ্য, ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো। রাজ্য সরকারের বিধি নিষেধ জারি করার পর সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক । সোমবার সকাল থেকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বেড়াতে আশা পর্যটকেরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন । তাদের মধ্যে বেশির ভাগেই জানতেন না যে এই বিধিনিষেধের মধ্যে জুলজিক্যাল পার্ক বন্ধ থাকবে । পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে । সেই সুবাদেই প্রতি বছর শীতের মরসুমে প্রচুর পরিমাণে পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসেন । ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক । জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক এ পশু পাখিদের দেখার জন্য ভিড় থাকে চোখে পড়ার মতো ।