কোলকাতা:- বনমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এই প্রথম চিড়িয়াখানা পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলেই আলিপুর চিড়িয়াখানা খোলা হবে।
কোভিড পরিস্থিতিতে চিড়িয়াখানা বন্ধ থাকলেও জীবজন্তুর কোনভাবে পরিচর্চার অভাব হয়নি। সেই সঙ্গে এরআগেই জীব জন্তুর আস্তায় একজন ঢুকে পড়েছিলেন। সেই জায়গায় চিড়িয়াখানা চত্বরের নেট ব্যবস্থা কতটা ঠিকঠাক রয়েছে সেটাও দেখা হয়েছে আজ।

আগামী দিনে চিড়িয়াখানা একসঙ্গে কত মানুষ প্রবেশ করতে পারবেন সে বিষয়ে রাজ্যের কাছে সমস্ত রিপোর্ট দেওযার পর। রাজ্যের অনুমতি পেলেই সে নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
চিড়িয়াখানা রেস্টুরেন্টে সুন্দর করে সাজানো হবে। এবং ময়লা আবর্জনা ফেলার জন্য আলাদা আলাদা ডাস্টবিন তৈরি করা হবে। যাতে চিড়িয়াখানা কোন ভাবে অপরিষ্কার পরিস্থিতি তৈরি না হয়।
রাজ্যের সমস্ত চিড়িয়াখানায় নতুন করে সাজানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বনমন্ত্রী। সেই সঙ্গে রাজনৈতিক কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন না বলে জানিয়েছেন। তবে এর আগে বন মন্ত্রীর দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন। সেই ফাইল সমস্ত তথ্য দেখা হবে বলে তিনি বলেছেন।



















