চিত্রকলা প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতায় মাতল ধূপগুড়ি। প্রতিবছরের মত এবছরও ধূপগুড়ি স্কুল অফ ফাইন আর্টসের পক্ষ থেকে চিত্রকলা প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ধূপগুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বসে আঁকো প্রতিযোগিতায় এদিন প্রচুর পরিমাণে প্রতিযোগী অংশ নেয়। সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি।
তবে ছিটেফোঁটা বৃষ্টির মধ্যেও এক হাজারেরও বেশি প্রতিযোগী বিদ্যালয়ের কক্ষে ও বারান্দায় এই প্রতিযোগিতায় অংশ নেয়। শুধুমাত্র ধূপগুড়ি বা জলপাইগুড়ি জেলা নয় অনেক দূর দূরান্ত থেকেও প্রতিযোগীরা এসেছেন এদিনের প্রতিযোগিতায়।এদিন প্রায় এগারোশো জন প্রতিযোগী বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন।
অন্যদিকে, ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে প্রতিবছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে চিত্রকলা প্রদর্শনীর। এই প্রদর্শনী এবার ২৯ তম বর্ষে পড়লো।
মূলত স্কুল অফ ফাইন আর্টসের ছাত্র ছাত্রীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত করা হয়। এদিনের প্রদর্শনীতে প্রায় ৩০০ এর বেশি ছবি প্রদর্শিত করা হয়। মূলত ছোটদের হাতে আঁকা ছবি এখানে প্রদর্শনী আকারে রাখা রয়েছে। উল্লেখ্য শ্যামা পূজা উপলক্ষে একটা বৃহৎ অংশের মানুষ ভিড় জমান ধূপগুড়িতে। আর সেই ভিড় উপচে পড়ে এই স্কুল অফ ফাইন আর্টসের চিত্রকলা প্রদর্শনীতেও।
আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর
এদিন আয়োজক কমিটির সদস্য তুষার মন্ডল জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা ফাইন আর্টস একাডেমির পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা এবং চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছি। এবারের বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় এগারোশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং চিত্রকলা প্রদর্শনীতে তিনশোর উপতে ছবি রাখা হয়েছে। আবহাওয়ার খাম খেয়ালীপনার ফলে এবছর কিছুটা সমস্যায় পড়তে হয়েছে আমাদের।