চিনের বিরল খনিজে শুল্ক সিদ্ধান্তে আপাতত বিরতি আমেরিকার

চিনের বিরল খনিজে শুল্ক সিদ্ধান্তে আপাতত বিরতি আমেরিকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – চিনের বিরল খনিজ রফতানির উপরে ১০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এই নীতি কার্যকর হওয়ার কথা ছিল আগামী ১ নভেম্বর থেকে। তবে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলনে চিনের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর সাময়িকভাবে সেই সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট।

কুয়ালালামপুরে আয়োজিত দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের গোষ্ঠী ‘আসিয়ান’-এর বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বেসেন্ট। সেখানেই চিনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেঙের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে টানা দু’দিন বৈঠক হয় তাঁর। আলোচনার ফলেই দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য সমঝোতার পথ খুলে যায় বলে জানা গেছে।

বেসেন্ট জানিয়েছেন, চিনের সঙ্গে এই নতুন সমঝোতার কারণেই আপাতত ১০০ শতাংশ শুল্ক কার্যকর করা হচ্ছে না। তাঁর আশা, বেজিং বিরল খনিজ নিয়ন্ত্রণ ও রফতানিতে লাইসেন্স ব্যবস্থা চালুর সিদ্ধান্ত অন্তত আরও এক বছর পিছিয়ে দেবে। যদিও চিনের তরফে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন ‘আসিয়ান’ সম্মেলনে যোগ দিতে। সেখান থেকে তাঁর জাপান হয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা রয়েছে, যেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে চিন-আমেরিকা বাণিজ্য চুক্তি ঘোষণা হতে পারে।

চিনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশ সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে মৌলিক ঐক্যমতে পৌঁছেছে। হে লিফেঙ বলেছেন, “চিন-আমেরিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল কথা পারস্পরিক লাভ। সহযোগিতা থেকেই দুই দেশ লাভবান হয়, সংঘর্ষে ক্ষতি হয়।”

অর্থসচিব বেসেন্ট আরও জানান, চিন-আমেরিকার মধ্যে চলা শুল্ক সংঘাতের যুদ্ধবিরতির মেয়াদ, যা ১০ নভেম্বর শেষ হওয়ার কথা, তা আরও বাড়ানো হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, গত সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা চিনের আমেরিকান সয়াবিন আমদানিও শিগগিরই পুনরায় শুরু হবে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top