তৃনমুলের মহাসচিব ধরা পড়ায় চুনো সচিব রা চিন্তায় এখন পড়ায় পাড়ায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের মহাসচিব প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । গ্রেফতার করা হয়েছে মন্ত্রী-ঘনিষ্ঠ অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায় । এছাড়াও গ্রেপ্তার হয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক।পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডি তল্লাশি চালিয়ে পাহাড় সমান অর্থের হদিস পেয়েছে। বৈদেশি মুদ্রা, একাধিক ফ্লাট , একাধিক গাড়ি, সোনা,দানা উদ্ধার হওয়ারএই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য-রাজনীতিতে তোলপাড়।
পাশাপাশি টিভির পর্দায় সোশাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে।বিরোধীদের অভিযোগ শিক্ষামন্ত্রীর এই বিপুল অর্থের হদিশ নাকি হিমশৈলের চূড়া মাত্র।সেখানে দাঁড়িয়ে রাজ্যের আনাচে-কানাচে নেতা মন্ত্রী সাংসদ বিধায়কদের ফুলে-ফেঁপে উঠেতে দেখা গেছে । এক এক জনের ঝাঁ-চকচকে বাড়ি উন্নত প্রযুক্তির গাড়ি পোশাক-আশাক সবকিছু রাজকীয় ব্যাপার। গ্রামে ঢুকলে একজন পঞ্চায়েত সদস্যের বাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন তৃণমূল নেতা বলে কথা যা এখন কানাঘুষো পাড়ার মোড়ে মোড়ে। চিন্তিত তারা মহাসচিব এর যদি এই রকম অবস্থা হয় ক্ষমতা প্রভাব প্রতিপত্তি থাকলেও এডির জেরায় কিংকর্তব্যবিমূঢ় প্রাক্তন শিক্ষা মন্ত্রী তৃনমুল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। চুল ধরতে মূল নেই সেই সব চুর্ণ সচিবদের দুর্নীতি ঢাকতে কি উপায়? তা নিয়ে চুনো সচিবরা এখন চিন্তায়।
আরও পড়ুন – বঙ্গবিভূষন নিচ্ছেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন!
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের মহাসচিব প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । গ্রেফতার করা হয়েছে মন্ত্রী-ঘনিষ্ঠ অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায় । এছাড়াও গ্রেপ্তার হয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক।পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডি তল্লাশি চালিয়ে পাহাড় সমান অর্থের হদিস পেয়েছে। বৈদেশি মুদ্রা, একাধিক ফ্লাট , একাধিক গাড়ি, সোনা,দানা উদ্ধার হওয়ারএই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য-রাজনীতিতে তোলপাড়। পাশাপাশি টিভির পর্দায় সোশাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে।বিরোধীদের অভিযোগ শিক্ষামন্ত্রীর এই বিপুল অর্থের হদিশ নাকি হিমশৈলের চূড়া মাত্র।সেখানে দাঁড়িয়ে রাজ্যের আনাচে-কানাচে নেতা মন্ত্রী সাংসদ বিধায়কদের ফুলে-ফেঁপে উঠেতে দেখা গেছে । চিন্তায়