চিন্নাস্বামী ট্র্যাজেডি: কেএসসিএ-র বিরুদ্ধে এফআইআর বাতিলের আর্জি হাইকোর্টে

চিন্নাস্বামী ট্র্যাজেডি: কেএসসিএ-র বিরুদ্ধে এফআইআর বাতিলের আর্জি হাইকোর্টে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ব্যাঙ্গালোর – চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) শুক্রবার হাইকোর্টে আবেদন জানায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের নির্দেশ বাতিলের জন্য।

ঘটনা প্রসঙ্গে জানানো হয়েছে, বুধবার বেঙ্গালুরুতে আইপিএল জয়ী রয়াল চ্যালেঞ্জার্সকে সংবর্ধনা দেওয়ার সময় প্রবল ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহত হন অন্তত ৩৩ জন।

বুধবারই হাইকোর্ট এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে এবং কেএসসিএ-র বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়।

প্রশাসন জানায়, ৩৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৮ লক্ষ মানুষ। বিনা টিকিটে প্রবেশ সংক্রান্ত গুজব ছড়ানোর জেরেই ঘটে এই দুর্ঘটনা।

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার জানান, এই ঘটনায় দায় এড়ানো চলবে না। এক সদস্যের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরসিবির বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট থানার আধিকারিক ও স্টেডিয়ামের দায়িত্বপ্রাপ্ত এসিপিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top