ছাদ বাগানে এক চিলতে স্বর্গপুরীর রূপ দিয়েছেন পেশায় স্বাস্থ্যকর্মী রূপম দেবনাথ 

ছাদ বাগানে এক চিলতে স্বর্গপুরীর রূপ দিয়েছেন পেশায় স্বাস্থ্যকর্মী রূপম দেবনাথ 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চিলতে

ছাদ বাগানে এক চিলতে স্বর্গপুরীর রূপ দিয়েছেন পেশায় স্বাস্থ্যকর্মী রূপম দেবনাথ ! ছোটবেলায় বড়দের কাছে স্বর্গপুরী,বা রূপকথার দেশ সম্পর্কে অনেকেই শুনেছেন। কিন্তু নিজের চোখে তা দেখার সৌভাগ্য হয়নি কারই। কভিদ 19 মতো পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালনএর পাশাপাশি নিজের ছাদ বাগানে নানা রকমারি ফুল ও ফলের বাগান লাগিয়ে একচিলতে স্বর্গপুরী ফুটিয়ে তুলেছেন পেশায় স্বাস্থ্যকর্মী রুপম দেবনাথ। আর তা দেখতেই  রূপমের  ছাদ বাগানে ভিড় জমাচ্ছেন  প্রতিবেশীরা।

 

কোচবিহার জেলার শেষপ্রান্ত বক্সিরহাটে বাড়ি রূপম দেবনাথের। তিনি তুফানগঞ্জ -2 ব্লকের যক্ষা বিভাগের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন। জানা যায় , শীতের আমেজ পড়তেই বাড়ির ছাদ এ  বাগান তৈরি করার নেশা রয়েছে অনেকেরই। কিন্তু ফুল ও ফলে ভরপুর পরিপূর্ণ সৌন্দর্যের রূপ দিতে পারেন কজন?

 

রুপম দেবনাথ বলেন,কোভিদ 19  মতো পরিস্থিতিতে নিজের দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি বিগত তিন বছর ধরে নিজের ছাদ বাগানে ধীরে ধীরে – 52 রকম প্রজাতির গোলাপ ফুল, 56 এর বেশি রকমের বুগেনভেলিয়া, 18 রকমের জবা সহ নানা ধরনের শীতকালীন ফুলের সাথে বিভিন্ন রকমের বিদেশি ফল -যেমন মিয়াজাকি বা সূর্য ডিম ,বারি-4 , কাটিমন, ব্যানানা ম্যাংগো , পুসা অরুনিমা,আমেরিকান পালমার সহ 12 রকম আমের প্রজাতি রয়েছে তার বাগানে।

 

এছাড়াও ড্রাগন ফুট, ভিয়েতনামি মাল্টা, বারি -1 মাল্টা,দার্জিলিং কমলা, নাগপুর কমলালেবু,সাউথ আফ্রিকান ইয়েলো মাল্টা,কলকাতা পাতি লেবু,বারুইপুর পেয়ারা, থাই-7 পেয়ারা , থাই -5 পেয়ারা , তাইওয়ান রেড পেয়ারা প্রজাতির পাশাপাশি আরো চার রকমের পেয়ারাও রয়েছে| তার বাগানে এছাড়াও সবেদা, পিঙ্ক কাঁঠাল, মিশরীয় ডুমুর, মিষ্টি তেতুল সাদা জাম ফল ধরেছে সেই বাগান এ।

 

আর ও পড়ুন    মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ ৭ বছরের এক শিশু

 

রুপম জানান, তুফানগঞ্জ ,কোচবিহার নার্সারি সহ অনলাইনে অর্ডার দিয়ে কলকাতা থেকেও আনিয়েছেন বিভিন্ন প্রজাতির ফুল ও ফল এর কালেকশন।ফুল ও ফলের পাশাপাশি, শীতকালীন সবজি যেমন বাঁধাকপি,ফুলকপি, ক্যাপসিকাম, বেগুন,কাশ্মীরি লঙ্কা,ধনিয়া পাতা, পালং লাগিয়েছেন রুপম বাবু। বাগান তৈরীর সময় অক্লান্ত পরিশ্রম হলেও, ফুল ও ফলে পরিপূর্ণ ছাদ বাগানে এক মুহূর্ত কাটানো একটা আনন্দ দায়ক বলেও জানান রুপম বাবু।

 

এছাড়াও রূপমের বাগানে ঘুরতে আসা এক প্রতিবেশী পেশায় শিক্ষক রামলাল সরকার বলেন, তিনি তার ছাদ বাগান থেকে লক্ষ করেন রুপম নিজের কাজ থেকে বাড়িতে ফিরেই বাগানের পরিচর্যা, তে হাত লাগায়। স্বাস্থ্য বিভাগে কাজ করায় দিনে সময় না পাওয়ার জন্য রাতের বেলায় লাইট লাগিয়ে ও বাগানে কাজ করে রুপম। প্রায় তিন বছর এটাই তার নেশা। রুপমের ছাদ বাগানে নানারকমারি ফুল ও ফলের পরিপূর্ণ, তা দেখতেই তার বাগানে আশা ,।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top